ক্ষমতায় এলে তেলেঙ্গানায় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বাতিল হবে- কেন্দ্রীয় মন্ত্রী

তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করা হবে। রবিবার তেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। একইসঙ্গে অনগ্রসর শ্রেণি অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে তাদের প্রতি ন্যায়বিচার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

আরও পড়ুন: তেলেঙ্গানায় ক্ষমতা এলে ওবিসি মুখ্যমন্ত্রী করবে বিজেপি, প্রচারে আশ্বাস শাহের

এদিন নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রথমে কংগ্রেস এবং পরে বিআরএস সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করে অনগ্রসর শ্রেণিদের সঙ্গে প্রতারণা করেছে। বিজেপি সরকার গঠন করলে সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এটি বাতিল করা হবে। আমরা এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণের মাধ্যমে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’একইসঙ্গে তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে সেক্ষেত্রে অনগ্রসর শ্রেণি থেকেই মুখ্যমন্ত্রী করা হবে জানান রেড্ডি। উল্লেখ্য, এর আগে তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বলেছিলেন। তিনিও অনগ্রসর শ্রেণি থেকেই মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন। 

অন্যদিকে, এদিন কেন্দ্রীয় মন্ত্রী যোগীরাজ্য উত্তরপ্রদেশের মতো বুলডোজার ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন। তিনি জানান, ‘শাসক দল যেসব এলাকায় ক্ষমতা রয়েছে সেখানে বিদ্যুৎ বিল বা কর আদায় করা হয় না। কর্মকর্তারা বকেয়া আদায় করতে গেলে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। আমরা ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো এমন লোকদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করব।’

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানার বিধানসভা নির্বাচন হবে। ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর। ইতিমধ্যেই রাজ্যে প্রচারে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ৩ নভেম্বর থেকে বিজেপি রাজ্যে প্রচার আরও বাড়াবে। সেই প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তেলেঙ্গানার বিধানসভায় ১১৯ টি আসন রয়েছে। যারমধ্যে ২০১৮ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে ৮৮টি আসনে জয়ী হয়েছিল বিআরএস। কংগ্রেস ১৯টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতা দখলের জন্য প্রচারের ময়দানে নেমে পড়েছে।