Bengal Football Talents Will Train At Real Mardid Stadium India And Bangladesh Football Initiative

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বাংলার নতুন ফুটবল-প্রতিভারা এবার বল নিয়ে দাপাবে রিয়াল মাদ্রিদে (Real Madrid)। সান্তিয়াগো বার্নাব্যুয়ে প্রশিক্ষণ নেবে ভারত ও বাংলাদেশ থেকে বেছে নেওয়া সেরা ২৪ জন ফুটবলার। বাংলাদেশের এক অনলাইন অ্যাপ সংস্থার উদ্যোগে এই অভিনব প্রশিক্ষণ। 

বঙ্গ-ফুটবলে এবার রিয়াল মাদ্রিদ যোগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমাদের খেলে যাওয়া ক্লাবে ফুটবল নিয়ে দাপাবেন ২৪ তরুণ তুর্কি। যার মধ্যে ১২ জনই ভারতীয়, আর ১২ জন ওপার বাংলার ফুটবলার। ওপার বাংলার এক অনলাইন অ্যাপ সংস্থার উদ্যোগেই ভারত ও বাংলাদেশের নতুন প্রতিভাদের তুলে আনার প্রস্তুতি। ১ নভেম্বর থেকে শুরু নির্বাচন।

অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব-১৫ এই দুই বিভাগে হবে ফুটবলার নির্বাচন। প্রতিটি বিভাগে জায়গা পাবেন মোট ১২ জন ফুটবলার। যাদের ৬ জন ভারতীয় ও ৬ জন বাংলাদেশের।কীভাবে চলবে নির্বাচন পর্ব ? মোট ৮ টি রাউন্ডে চলবে নির্বাচন পর্ব। প্রথম ৫ টি অনলাইন ও পরের তিনটি অফলাইন রাউন্ড। প্রাথমিকভাবে নিজের ফুটবল স্কিলের ৪০ সেকেন্ডের একটি ভিডিও তুলে আপলোড করতে হবে আয়োজক সংস্থার অ্যাপে। 

তারপর, ধাপে ধাপে চলবে নির্বাচন। ওই ৮ টি রাউন্ডে প্রতিভা যাচাই করে সেরা ২৪-কে বেছে নেবেন মেহতাব হোসেন, রহিম নবি ও অ্যালভিটো ডি-কুনহা। সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রাক্তন ফুটবলাররাও। ওই সেরা ২৪ জন রিয়েল মাদ্রিদে গিয়ে ট্রেনিং ও প্রশিক্ষণের সুযোগ তো পাবেই, সেখান থেকে আবার সেরার সেরা চারজনকে বেছে নেবেন বিশ্ববন্দিত কোনও ফুটবলার। তাদের প্রত্যেকে পাবে ৫ লক্ষ টাকা। নতুন প্রতিভা তুলে আনার এই উদ্যোগে উপকৃত হবে ২ দেশের ফুটবলাররাই, মনে করছে ফুটবলমহল।          

প্রসঙ্গত, কিছুদিন আগেই  স্পেন সফরে গিয়ে লা লিগার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। কিশোর ভারতী স্টেডিয়ামে এসে বঙ্গ ফুটবলের তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ দেওয়ার কথা লা লিগার প্রশিক্ষকদের।                                                                             

আরও পড়ুন- ইডি দফতরের সেলে থাকার আলাদা ব্যবস্থা, সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা