Dengue: ডেঙ্গিতে গতবারের রেকর্ড ভেঙে ফেলল বাংলা, লাখের দিকে ছুটছে আক্রান্তের সংখ্যা

পুজো সবে মিটেছে। তার মধ্য়ে ডেঙ্গির মারণ থাবা বাংলায়। কলকাতায় ভয়াবহ ডেঙ্গির হানা। পরিসংখ্য়ান বলছে ২৪ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭৬,০০০জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর। 

গতবারের তুলনাতেও এই সংখ্য়া বেশি। গতবার রাজ্যে ৬৭২৭১জন আক্রান্ত বলে খবর মিলেছিল। আর এবার সংখ্য়াটা তার থেকেও বেশি। গতবারেরটা ছিল গোটা দেশের মধ্যে বৃহত্তম। 

এদিকে গত ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে নতুন করে ৯০০০ ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। সব মিলিয়ে ৭৬৪৭৫জন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্তা একথা জানিয়েছেন। 

এদিকে ন্যাশানাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের কাছে রাজ্যগুলি থেকে তথ্য় দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গ হল একমাত্র রাজ্য যারা এনিয়ে তথ্য় দেয় নি। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা তথ্য় দেয়নি বলে খবর। তবে অন্যান্য রাজ্যের তথ্য অবশ্য় ওয়েবসাইটে আছে। 

এদিকে তাৎপর্যপূর্ণভাবে  ২০১৮-১৯ সালেও এই ওয়েবসাইটে বাংলা থেকে কোনও তথ্য নেই। ২০২০ সালে এই সংখ্যাটা হল ৫১৬৬, ২০২১ সালে ৮২৬৪ ও ২০২২ সালে ৬৭২৭১ ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। ২০২২ সালে বাংয়াল ডেঙ্গিতে মৃতের সংখ্যা ছিল ৩০জন। 

এদিকে চলতি বছরে ১৯ সেপ্টেম্বরে কেরলে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ছিল ৯৭৭০জন, কর্ণাটকে এই সংখ্য়াটা ছিল ৯১৮৫জন আর মহারাষ্ট্রে এই সংখ্যাটা ছিল ৮৪৯৬জন। 

আর বাংলায় এবার ডেঙ্গি একেবারে লাগামছাড়া।  এবার ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৮৫৩৫জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪৪২৭জন। মুর্শিদাবাদে ৪২৬৬জন আক্রান্ত। হুগলিতে আক্রান্তের সংখ্যা ৩০৮৩জন। 

এদিকে সীমান্ত লাগোয়া একাধিক জেলাতেও ভয়াবহ ডেঙ্গির থাবা। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়াতে ডেঙ্গির হানা মারাত্মক। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে জেলাগুলি রয়েছে তাদের সতর্ক করা হয়েছে। আরও বেশি নজর রাখার জন্য বলা হয়েছে।