Kerala Police: ঘৃণা ছড়াচ্ছেন!কোচি বিস্ফোরণের পরে এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা হল কেরলে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে এবার মামলা রুজু করা হল। কেরলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ একাধিক গ্রুপের মধ্যে তিনি ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ১৫৩ ধারা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ধর্ম, জাতি, জন্মস্থানের ভিত্তিতে একাধিক গোষ্ঠীর মধ্যে তিনি ঘৃণা ও বিভেদ তৈরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। কেরল পুলিশের সাইবার সেল এনিয়ে অভিযোগ দায়ের করেছে। সম্প্রতি কোচিতে বিস্ফোরণ হয়েছিল। এরপরই তিনি একটা মন্তব্য করেছিলেন। তারপর থেকেই বিতর্ক দানা বাঁধে। পিটিআই সূত্রে খবর, মালাপ্পুরমে একটি ইসলামিক গ্রুপ একটি সভার আয়োজন করেছিল। সেখানে হামাস নেতা ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এরপরই সেই সভাকে ঘিরে ব্যপক বিতর্ক দানা বাঁধে।

এদিকে সোমবার রাজীব কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করে তির ছোঁড়েন। তিনি অভিযোগ করেন কেরলের মুখ্যমন্ত্রী নানা ধরনের চরমপন্থী লোকজনকে সহ্য করে নিচ্ছেন। এমনকী তোষামোদের নীতিতে তিনি চলছেন বলেও জানানো হয়েছে।

তবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আমি কোনও বিশেষ সম্প্রদায় সম্পর্কে একটা কথাও বলিনি। আমি বিশেষ করে হামাসের প্রসঙ্গ উল্লেখ করেছি। আর এসব দেখে মনে হচ্ছে যেন পিনারাই বিজয়ন হামাসের সঙ্গে ওই গোষ্ঠীর তুলনা করছেন।

এদিকে গত ২৮ অক্টোবর মালাপ্পুরমে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রাক্তন হামাস নেতা খালেদ মাশাল। তিনি জানান, বাম ও কংগ্রেস এই ধরনের উগ্রপন্থীদের রাজ্যের মধ্যে বেড়ে উঠতে সহায়তা করছে।

এরপর এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নাম না করে তোপ দাগেন বিজয়ন। তিনি জানিয়েছেন, যারা নিজেরা বিষাক্ত তারা এমন বিষ ছোঁড়েন অন্যের দিকে। একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে আমি তোষামোদের রাজনীতি করছি। ও ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি।

এরপরই বাগযুদ্ধ কার্যত জমে ওঠে। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তার জল এবার কতদূর গড়ায় সেটাই দেখার।

এদিকে সম্প্রতি কেরলের কোচির একটি কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯টা নাগাদ আইইডি বিস্ফোরণ হয়েছিল।