Womens Big Bash League: Bollywood Music Keeping The Dressing Rooms Upbeat In WBBL Season 09

সিডনি: কখনও বাজছে কালা চশমা। কখনও আবার বেশরম রঙ। ভারতে কোথাও নয়, সুদূর অস্ট্রেলিয়ার বুকে। আর হিন্দি গান শুনেই মানসিকভাবে ফুরফুরে থাকছেন বিভিন্ন দেশের ক্রিকেটারেরা!

উইমেন্স বিগ ব্যাশ লিগে (WBBL) বিশ্বের বিভিন্ন দেশের মহিলা ক্রিকেটারদের এরকমই অভিজ্ঞতা হচ্ছে। সৌজন্যে, হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর প্লে লিস্টে সারাদিন ধরে অনুরোধের আসর। বলিউডের গান শোনার জন্য মুখিয়ে থাকছেন অন্যান্য দেশের ক্রিকেটারেরাও।

উইমেন্স বিগ ব্যাশ লিগে যেন বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতির মেলবন্ধন। আর ক্রিকেটারদের মধ্যে ঐক্য় বাড়াতে বড় ভূমিকা পালন করছে বলিউডের সঙ্গীত। এক আলাপচারিতায় যা ফাঁস করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু।

মেলবোর্ন রেনিগ্রেডসে এটা হরমনপ্রীতের দ্বিতীয় মরশুম। ভারতীয় তারকা জানিয়েছেন, গান শোনানোর আব্দারে তিনি জেরবার। মজা করে বলেছেন, তিনি দলের ডিস্ক জকি হয়ে গিয়েছেন। হরমনপ্রীত বলেছেন, ‘রেনিগ্রেডস দলের সকলে ভারতীয় সঙ্গীত পছন্দ করে। আমার প্লে লিস্ট শোনার জন্য সকলে মুখিয়ে থাকে। আমি নিজে বলিউডের গানের ভীষণ ভক্ত। আমার দেখাদেখি দলেরও অনেকে বলিউডের গানের প্রেমে পড়ে গিয়েছে।’

চামারি আতাপাত্তু যেমন। শ্রীলঙ্কার তারকা হিন্দি গানের ভক্ত। বলেছেন, ‘আমি হিন্দি গান ভীষণ ভালবাসি। শ্রীলঙ্কা দলে আমার সতীর্থরাও নিয়মিত ভারতীয় সঙ্গীত শোনে। মাঠে এবং মাঠের বাইরে আমাদের আত্মিক যোগ বাড়ে এতে।’

বিগ ব্যাশ লিগে স্থানীয় প্রতিভাদের নিয়ে আশার কথা শুনিয়েছেন হরমনপ্রীত ও চামারি – দুজনই। চামারি বলেছেন, ‘আমার মনে হয় উইমেন্স বিগ ব্যাশ লিগ ও উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (WIPL) বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক দুটি প্রতিযোগিতা। উইমেন্স বিগ ব্যাশ লিগ স্থানীয় প্রতিভাদের জন্য আলাদা করে নজর কেড়ে নেয়। টুর্নামেন্টের খেলার মান আরও ভাল হয়ে যায়।’

হরমনপ্রীত বলেছেন, ‘উইমেন্স বিগ ব্যাশ লিগে অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। তবে স্থানীয় ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের তাদের প্রতি মনোভাব সবচেয়ে আকর্ষণীয়। কঠোর পরিশ্রম করে নজর কেড়ে নিচ্ছে সকলে।’                            

আরও পড়ুন: ODI World Cup Exclusive: জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial