Suvendu Adhikari: TMC পার্টি ফান্ডের টাকায় টাটাকে গুনেগার দিতে হবে, করের টাকায় হাত দিলেই পথে নামবে BJP

তৃণমূলের পার্টি ফান্ডের টাকায় যেন টাটাকে ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার। জনগণের করের টাকায় ক্ষতিপূরণ দিলে আন্দোলনে নামবে বিজেপি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙুর থেকে টাটাকে চলে যেতে হওয়ায় তাদের সুদ সমেত প্রায় ১৪০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে WBIDCকে। সোমবার এক রায়ে একথা জানিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বিরোধী দলনেতা হিসাবে আমার দাবি, এই টাকা যেন কোনও ভাবেই করদাতাদের টাকা থেকে না দেওয়া হয়। তৃণমবেলর পার্টি ফান্ড থেকে দেওয়া হয়। আমি ওদের সব জানি। তৃণমূলের ফান্ডে ৮০০ কোটি টাকা আছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা ডিয়ার লটারি দিয়েছে। সেই টাকা দিয়ে টাটাকে ক্ষতিপূরণ দিক সরকার। সাধারণ মানুষের করের টাকায় যেন ক্ষতিপূরণ দিতে খরচ না করে’।

স্টক এক্সচেঞ্জকে টাটা মোটরসের তরফে জানানো হয়েছে। ট্রাইব্যুনালের রায় অনুসারে সিঙুরের ক্ষতিপূরণ হিসাবে তারা ৭৬৬ কোটি টাকা আদায় করতে পারবে WBIDCর থেকে। সঙ্গে ৭ বছর ধরে ১১ শতাংশ করে সুদ ও মামলা লড়ার খরচ হিসাবে ১ কোটি টাকা পাবে। সুদে আসলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪০০ কোটি।

ট্রাইব্যুনালের রায় প্রকাশ্যে আসতেই সোশ্যাল সাইটে সোচ্চার হন শুভেন্দুবাবু। তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পায়নের সম্ভাবনাকে ধ্বংস করেছেন। যুবারা বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন। যে জমি চাষিদের ফেরত দেওয়া হয়েছে তা আর চাষযোগ্য নয়। উনি সোনাকে ছাইয়ে পরিণত করেছেন’।