ODI World Cup 2023 Live Updates New Zealand playing against South Africa match highlights commentary score MCA Stadium

পুণে: আগামীকাল বিশ্বকাপের আরও একটি গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Maharashtra Cricket Association) মাঠে আগামীকাল মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (South Africa vs New Zeland)। একটি দল বরাবর চোকার্স হিসেবেই পরিচিত বিশ্বে। তীরে এসে বারবার তরী ডোবার ইতিহাস রয়েছে প্রোটিয়া শিবিরের। অন্য একটি দল গতবারের রানার্স আপ। এবার দুর্দান্ত শুরু করলেও শেষ দুটো ম্যাচে হারতে হয়েছে তাঁদের। তবে ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড (New Zeland)। 

প্রথমে ব্য়াট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রায় প্রত্যেক ম্যাচেই তিনশো বা তার বেশি রান বোর্ডে তুলে দিচ্ছে। অন্যদিকে রান তাড়া করতে নেমে তাঁদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছে রান তাড়া করতে নেমে। পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটে জয় এসেছে কষ্টার্জিতভাবে। আবার কিউয়িরা রান তাড়া করতে নেমে দুর্দান্ত। 

এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে একমাত্র ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। মোট ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। অন্য়দিকে কিউয়িরা শেষ ২ ম্যাচে হেরেছে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৬ ম্য়াচে ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে কিউয়ি বাহিনী। ২টো দলই সেমির দৌড়ে রয়েছে ভীষণভাবে। কাল যে জিতবে সেই দ্বিতীয় স্থানে উঠে আসবে। 

এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে দু দলের সাক্ষাতে মোট ৭১ ম্যাচ হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড ২৫ ও দক্ষিণ আফ্রিকা ৪১ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। বোলাররা এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না। এই মাঠে বড় রান করা খুব একটা কঠিন কাজ নয়। টস জিতলে যে কোনও অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন নিঃসন্দেহে।