Saima Wazed: বঙ্গবন্ধুর নাতনি, হাসিনার কন্যা সায়মা এবার বিশ্বস্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর, জেনে নিন তাঁর পেশা কী?

সায়মা ওয়াজেদ। তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসাবে মনোনীত করা হল। সদস্য দেশগুলি তাঁকে পরবর্তী রিজিওনাল ডিরেক্টর হিসাবে মনোনীত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। কার্যত ভোটাভুটিতেও জিতে গিয়েছেন তিনি। তবে এবার জেনে নিন কে এই সায়মা ওয়াজেদ?

সায়মা পেশায় একজন ক্লিনিকাল সাইকোলজিস্ট। তবে এর বাইরেও তাঁর একটা অন্য পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে জানা গিয়েছে,সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ডিরেক্টর পদের ভোটাভুটিতে জয়ী হয়েছেন। বাংলাদেশ, ভূটান, পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই ভোটাভুটিতে অংশ নিয়েছিল বলে খবর।

বুধবার নিউ দিল্লিতে এই ভোটাভুটি পর্ব হয়েছে। তবে মায়ানমার এদিন এই ভোটাভুটিতে অংশ নেয়নি।

সায়মা সব মিলিয়ে ৮টি ভোট পেয়েছিলেন। অপর প্রার্থী নেপালের ডঃ শম্ভু প্রসাদ আচার্য পেয়েছেন ২টি ভোট।

সায়মা মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে গোটা বিশ্বজুড়ে বন্দিত। মূলত অটিজম নিয়ে কাজ করেন তিনি। তিনি হুয়ের ডিরেক্টর জেনারেল ফর মেন্টার হেল্থের উপদেষ্টা ছিলেন।

তবে এই প্রথম কোনও বাংলাদেশের নাগরিক এই পদে বসবেন। ১৯৪৮ সাল থেকে এই পদটি রয়েছে।

গোটা বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত নাম সায়মা ওয়াজেদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে নাতনি ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তিনি শিশুদের মানসিক রোগের চিকিৎসার ব্যাপারে সর্বাগ্রে এগিয়ে আসেন। একটা সময় ছিল অটিজমে আক্রান্ত শিশুদের সামনে আনতেন না অভিভাবকরা। সেই সময়ই তিনি এগিয়ে আসেন। তিনি আমেরিকাতেও চিকিৎসা পরিষেবা দেন।