ODI World Cup 2023: Rohit Sharma Recalls Past Days Ahead Of Sri Lanka Match At Wankhede

মুম্বই: ছয়ে ছয়! চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের প্রথম ছয়টি ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে সরকারিভাবে সেমিফাইনালে পৌঁছতে দরকার আরও এক জয়। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার, ২ নভেম্বর মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

মায়ানগরীর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ২০১১ সালে ছক্কা হাঁকিয়ে ভারতের বিশ্বজয় সুনিশ্চিত করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই মাঠেই ফের একবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষও সেই একই শ্রীলঙ্কান ক্রিকেট দল (IND vs SL)। এই ম্যাচটি আবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। নিজের ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামছেন রোহিত। সেই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই আবেগঘন ‘হিটম্যান’।

ওয়াংখেড়েই তাঁর রোহিত শর্মা থেকে ‘হিটম্যান’ হয়ে যাওয়ার প্রথম ধাপগুলির সাক্ষী। তাঁর ঘরের মাঠ। তাঁর কাছে এই মাঠেই তিনি ক্রিকেটের অ, আ, ক, খ শিখেছেন বলে স্মৃতিচারণা করে জানান রোহিত। ভরতীয় অধিনায়ক বলেন, ‘ওয়াংখেড়ে আমার কাছে সর্বসেরা মাঠ। আমি আজ ক্রিকেটার হিসাবে যা শিখেছি, যেটেকু যা করেছি, তার সবটাই এখান থেকেই শিখেছি। সেটার তো বিকল্প হয় না। মুম্বইয়ের সকলেই ক্রিকেট ভালবাসে এবং ওয়াংখেড়ে আশেপাশের মহল দেখে তা স্পষ্টভাবেই বোঝা যায়। এই মাঠে ওই উত্তরের দিকের গ্যালারিটা খুবই বিখ্যাত। যারা এখানে ম্যাচ দেখতে আসে, তারা প্রকৃত অর্থেই ক্রিকেটভক্ত।’

চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে ইনিংসের শুরুতেই একের পর এক আগ্রাসী ইনিংস খেলে দলের হয়ে শুরুটা দুর্দান্তভাবে করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি ছয় ম্যাচে মোট ৩৯৮ রান করে ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের গত ম্যাচে এক চ্যালেঞ্জিং পিচে অনবদ্য ৮৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর ব্যাটিং এবং মহম্মদ শামির বোলিংয়ে ভর করেই ইংল্যান্ডকে ১০০ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত। ভারতীয় অনুরাগীরা আশা করবেন শ্রীলঙ্কার বিরুদ্ধেও যেন রোহিত নিজের ফর্ম ধরে রাখতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রোহিতদের শেষ চারে পৌঁছনো কার্যত পাকা, সেমিফাইনালের দৌড়ে কোন দল এগিয়ে, কারা পিছিয়ে?