চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নগরীর কোতয়ালি থানাধীন আট মার্চিং মোড়ে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সে সময় একটি গাড়ির কাচ ভাঙচুর করেন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দল সমর্থিত একদল অবরোধ সমর্থক। এই সময় জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।

পরে পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে যুবদলের এক কর্মীকে আটক করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে অবরোধ সমর্থনে ২৫-৩০ জন ককটেল বিস্ফোরণ করে একটি গাড়ির কাচ ভাঙচুর করে। তাৎক্ষণিক আশেপাশে নিয়োজিত টহল ডিউটির পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেল ও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।’