Suvendu Adhikari: আধ ঘণ্টার মধ্যে অনুমতি দিন, শুভেন্দুর সভায় ব্যগড়া দিতে গিয়ে ফের আদালতের চড় খেল পুলিশ

শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি না দিয়ে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। শুভেন্দুর আবেদনের শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, আধ ঘণ্টার মধ্যে শুভেন্দুবাবুকে সভার অনুমতি না দিলে পুলিশকে আদালতে হাজিরা দিতে হবে। বুধবার বাঁকুড়ার কোতুলপুরে বিজয়া সম্মিলনী ও জনসভা করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই সভার অনুমতি দিতে অস্বীকার করে পুলিশ। এর পর আদালতের দ্বারস্থ হন শুভেন্দুবাবু।

এই মামলার শুনানিতে বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২৭ অক্টোবর আবেদন করা হলেও বাঁকুড়া জেলা পুলিশ কেন সভার অনুমতি দেয়নি তার বোধগম্য নয়। আধ ঘণ্টার মধ্যে পুলিশকে এই সভার অনুমতি দিতে হবে। পুলিশ অনুমতি না দিলে বাঁকুড়ার পুলিশ সুপারকে আজই ভার্চুয়ালি হাজিরা দিতে হবে আদালতে। কী কারণে সভার অনুমতি দেওয়া হয়নি তা ব্যাখ্যা করতে হবে তাঁকে। ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে না হলে পুলিশ সুপারকে ১০ লক্ষ টাকা জরিমানা করবে আদালত। সেই টাকা বাঁকুড়ার পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হবে।

বিচারপতির এই নির্দেশের পর আদালতে শোরগোল পড়ে যায়। মধ্যাহ্নভোজের পর মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ায় একাধিকবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। তার পরেও লাগাতার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিতে অস্বীকার করে গিয়েছে তারা। প্রায় প্রতিবারই আদালতে গিয়ে সভার অনুমতি জোগাড় করতে হয়েছে শুভেন্দুবাবুকে। একই কাজ করে ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ।