‘আমি মা হতে চাই, স্বামীকে জেল থেকে ছেড়ে দিন,’ মহিলার আবেদন শুনে যা করল আদালত…

এক মহিলা মধ্য়প্রদেশ হাইকোর্টে একটা পিটিশন দাখিল করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমার স্বামী বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু তিনি বাচ্চার জন্ম দিতে চান। তাঁর আবেদন তিনি বাচ্চা নিতে চান। আর সন্তান জন্ম দেওয়া এটা তার মৌলিক অধিকার। সেকারণে স্বামীকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। 

তবে মহিলার আবেদন শোনার পরে হাইকোর্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিক্যাল কলেজের ডিনকে নির্দেশ দিয়েছে ৫ সদস্যের একটি কমিটি তৈরি করুন। ওই মহিলা সন্তান ধারনের জন্য মেডিক্যালি ফিট কি না সেটা খতিয়ে দেখা হোক। 

সরকারি আইনজীবী সুবোধ কাথার সংবাদ সংস্থা পিটিআইকে গোটা বিষয়টি জানিয়েছেন। 

এবার আসল ব্যাপারটি জেনে নিন। আসলে ওই মহিলার স্বামী ফৌজদারি মামলায় বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী আদালতের কাছে প্রার্থনা করেন যে তিনি মা হতে চান। এটা তাঁর মৌলিক অধিকার। সেকারণে তিনি স্বামীর জেল মুক্তির জন্য আবেদন করেন। তবে এরপরই আদালত এনিয়ে বিশেষ নির্দেশ দিয়েছে। সিঙ্গল জাজ বেঞ্চের বিচারপতি বিবেক আগরওয়াল এই  পিটিশন শুনেছেন। 

তবে সরকারি আইনজীবী জানিয়েছেন, ওই মহিলার মেনোপজ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বা কৃত্তিমভাবে তিনি আর মা হতে পারবেন না। এদিকে আদালত তার নির্দেশে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে একটা মেডিক্যাল রিপোর্ট খুব দরকার। ওই মহিলা মা হওয়ার যোগ্য কি না এটা জানা দরকার। এরপর আগামী ৭ নভেম্বর মেডিক্যাল বোর্ডের সামনে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। 

ওই টিমে পাঁচজন চিকিৎসক রয়েছেন। তার মধ্য়ে তিনজন গাইনোকলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট, একজন এনডোক্রিনোলজিস্ট থাকছেন। ওই মহিলাকে পরীক্ষা করার পরে তার রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার জন্য ১৫দিন সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২২ নভেম্বর ঠিক করা হয়েছে। 

মূলত ওই মহিলা মা হতে পারবেন কি না সেটা খতিয়ে দেখবে ওই মেডিকেল টিম। এরপর আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে মনে করা হচ্ছে।