ODI World Cup 2023: Eoin Morgan Addresses Speculations Over Him Becoming England Cricket Team Coach

নয়াদিল্লি: চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) অন্যতম ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল তাদের। তবে এখনও পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে সম্পূর্ণ ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট দল (England Cricket Team)। গত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে দলের কোচ বদলের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। সাদা বলের বর্তমান ইংল্যান্ড কোচ ম্যাথিউ মটের বদলে বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে (Eoin Morgan) দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা।

তবে এই ধরনের জল্পনায় কিন্তু সম্পূর্ণভাবে জল ঢেলে দিয়েছেন ইংল্যান্ডের ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজেই। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘জিনিসপত্রকে নিয়ে অত্যাধিকই টানাটানি করা হচ্ছে। আমি নিজের জায়গায় খুবই সন্তুষ্ট এবং ভবিষ্যতে আশা কর এটাই হয়তো করব। আমি আমার পরিবারের সঙ্গে বেশ অনেকটা সময় কাটাতে পারছি, সেটা বেশ ভালও লাগছে।’

মর্গ্যানের মতে দুম করে শীর্ষস্থানীয় সকলকে বদলে ফেলাটা ভুল করা হবে। পরিবর্তে কোচ মট এবং বর্তমান অধিনায়ক বাটলারের উপরে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ‘ওরা তো আর এমনি এমনি দুই দুইটি বিশ্বকাপ জেতেনি। কোনওভাবেই খারাপ দল নয় ওরা। ম্যাথিউ মট বর্তমানে নিজের ইংল্যান্ড কেরিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। এইটা ঠিক করার জন্য ওক তো সময়টা দিতে হবে। অন্তত পরের বছর ওয়েস্ট ইন্ডিজ়-যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তো সময় দেওয়াই উচিত।’ বলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা।

তবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে না পারলে যে মটের ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে, সেই বিষয়ে কিন্তু আগাম সতর্কবার্তা দিচ্ছেন মর্গ্যান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত নিউজ়িল্যান্ড, ডাক পেলেন জেমিসন