সিলেটে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ২ মামলা

সিলেটে যুবদলের ডাকা হরতাল চলাকালে ছাত্রদল ও শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ছাত্রলীগ নেতা ইমন আহমদ বাদী হয়ে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানার এসআই কল্লোল বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, পুলিশ মামলার এজহারনামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতার মামলায় এজাহারনামীয় ১৪ ও অজ্ঞাত ৫০-৫৫ এবং পুলিশের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৭০-১৮০ জনকে আসামি করা হয়েছে।

ছাত্রলীগ নেতার মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফছার খান, বিএনপির মোমিনুল হক, সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদ। জামায়াত-শিবিরের ফখরুল ইসলাম, আব্দুর রহমান, ওলিউর রহমান ও জয়নাল আবেদীন।

এ ছাড়া পুলিশের করা মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিটু, উবায়েদ, ওলিউর রহমান ঝুনু, সাবেক ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী জাকি, তারেক, শাকিল মুর্শেদ, জামায়াত-শিবিরের আফজাল আহমেদ, সুজাত আহমদ, রায়হান, আবিব, নাছির ও শিব্বির আহমদ।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের দাবি থেকে পিছপা হবো না। সরকারের পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেফতারের নামে হয়রানি করে যাচ্ছে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও বাসা-বাড়িতে গিয়ে হুমকি ও হয়রানি করে যাচ্ছে। আমরা সব মামলার আইনি লড়াই চালিয়ে যাবো।