Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানায় আসছে পেঙ্গুইন ও বিশ্বের সব থেকে বড় সাপ

শীতে কমলা লেবু খেতে খেতে চিড়িয়াখানায় ঘোরার আনন্দ অনাবিল। আর যদি সঙ্গে থাকে শিশুরা… চিড়িয়াখানার আনন্দ বাড়াতে প্রায় প্রতি বছরই শীতের আগে নতুন কোনও অতিথিকে নিয়ে আসে কর্তৃপক্ষ। এবার তেমনই চিড়িয়াখানায় পেঙ্গুইনসহ একাধিক বিদেশি পশু আসতে চলেছে বলে জানালেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।

শুভঙ্করবাবু জানিয়েছেন, আলিপুর চিড়িয়াখানায় পেঙ্গুইন আনার পরিকল্পনা চলছে। তবে মেরু প্রদেশ থেকে নয়, এই পেঙ্গুইন আনা হবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে। কবে পেঙ্গুইন কলকাতায় এসে পৌঁছবে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি তিনি। এছাড়া আফ্রিকার সিংহ ও গ্রিন আনাকোন্ডা আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুভঙ্করবাবু বলেন, ২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় ৪টি হলুদ অ্যানাকোন্ডা আনা হয়। তাদের ঘিরে জনগণের কৌতুহল তুঙ্গে পৌঁছেছে। প্রজননের ফলে বর্তমানে আলিপুর চিড়িয়াখানায় ১৬টি গ্রিন অ্যানাকোন্ডা রয়েছে। এবার তার সঙ্গে আসতে চলেছে গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা আনা হবে শ্রীলঙ্কা থেকে।

বলে রাখি, ব্রাজিল ও ইকুয়েডরে আমাজনের চিরহরিৎ অরণ্যে পাওয়া যায় গ্রিন অ্যানাকোন্ডা। বিশ্বের সব থেকে বিশাল সাপ বলা হয় গ্রিন অ্যানাকোন্ডাকে। পেঙ্গুইন ও গ্রিন অ্যানাকোন্ডা এলে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।