Doctor Registration: চিকিৎসকদের জন্য এক দেশ-এক রেজিস্ট্রেশন, এক কার্ডেই থাকবে সব তথ্য

এবার চিকিৎসকদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বদল আসছে। আর রাজ্য ভিত্তিক রেজিস্ট্রেশন নয়। এবার এক দেশ এক রেজিস্ট্রেশন। ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন। আলাদা আলাদা করে রাজ্যভিত্তিক রেজিস্ট্রেশন করলে নানা সমস্যা হতে পারে। এবার সবটাই হবে সর্বভারতীয় ভিত্তিক। আর রাজ্যের জন্য আলাদা কোনও ব্যাপার নয়। সেক্ষেত্রে এবার ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন।

এই নয়া রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে সহজেই ওই চিকিৎসক সম্পর্কে জানা যাবে। এর মাধ্যমে কারচুপির বিরুদ্ধেও রুখে দাঁড়ানো যাবে। রেজিস্ট্রেশনের নাম করে আর কারচুপি করা সম্ভব হবে না। তাছাডা় কোনও চিকিৎসক যদি অন্য রাজ্যে প্র্যাকটিশ করতে যান তাঁদের আর সেই রাজ্যের লাইসেন্স নিতে হবে না। গোটা দেশের জন্য একজন চিকিৎসকের একটাই রেজিস্ট্রেশন নম্বর থাকবে। সেটা দেখিয়ে তিনি দেশের যেকোনও রাজ্যে প্র্যাকটিশ করতে পারবেন।

অত্যন্ত প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় মেডিক্যাল কমিশন আধুনিক রেজিস্ট্রেশনে ব্যবস্থার করছে। এর মাধ্য়মে কোনও পড়ুয়া এমবিবিএস কোর্সে ভর্তি হলেই তাঁকে একটা কার্ড দেওয়া হবে। সেখানে আধার কার্ডের মতো একটা ইউনিক নম্বর থাকবে। সেটা দেবে ন্যাশানাল মেডিক্যাল রেজিস্টার। তবে যতদিন পড়ুয়ারা এমবিবিএসে পড়াশোনা করবেন ততদিন সেটা সরাসরি দেখা যাবে না। তবে এমবিবিএস পাস করা গেলে এই নম্বরটি দেখতে পাবেন পড়ুয়ারা।

এদিকে ওই কার্ডের মধ্য়েই থাকবে সব তথ্য। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কোনও চিকিৎসক সম্পর্কে তথ্য় জানতে গেলে ওই নম্বরটি দিলেই হবে। সেখানেই সব তথ্য জানা যাবে। মানে চিকিৎসকের নাম, কোথা থেকে পাশ করেছেন, কবে কোন হাসপাতালে চাকরি করেছেন সব পাওয়া যাবে ওই কার্ডে। এমনকী যে ডিগ্রি তিনি লিখছেন সেটা আসল নাকি নকল সবটা জানতে পারা যাবে। এর জেরে কোনও চিকিৎসক সম্পর্কে আপনার সন্দেহ হলে, তিনি ভুয়ো চিকিৎসক কি না সেটা আপনি যাচাই করে নিতে পারেন।