Sports Highlights: ডাচ বধ আফগানদের, শহরে রোহিতরা, শুক্রবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে

<p><strong>কলকাতা:</strong> বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল আফগানিস্তান (Afganistan)। কলকাতায় পা রাখলেন রোহিত, বিরাটরা। টিকিটের কালোবাজারি কাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehashis Ganguly)। দেখে নেওয়া যাক দিনের খেলার খবরের সেরা খবরগুলো এক ঝলকে।&nbsp;</p>
<p><strong>ডাচদের হারাল আফগানরা</strong></p>
<p>এদিন ১৮০ রান রান তাড়া করতে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই বিশ্বকাপে আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে রহমনউল্লাহ নিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে এদিন ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ইব্রাহিমও ভাল শুরু করেও ২০ রানের বেশি করতে পারেননি। তবে রহমত শাহ ও অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২ জনেই এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন। আর দলের জয় নিশ্চিত করেন। রহমত ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজে টিকে থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হাসমাতউল্লাহ। ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আজমাতউল্লাহ ওমারাজি ৩১ রান করে অপরাজিত থাকেন।&nbsp;</p>
<p><strong>স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব:&nbsp;</strong></p>
<p>ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁকে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, টিকিট কোথায় গেল এবং পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও কী করে টিকিটের কালোবাজারি হচ্ছে তা জানতেই সিএবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এদিকে, টিকিটের কালোবাজারিকাণ্ডে গতকাল নতুন করে ৪টি এফআইআর দায়ের হয়েছে। দমদম, গড়িয়া, বিবাদি বাগ, নেতাজি নগর সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযানে ৭৫টি টিকিট উদ্ধার হয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতেও প্রতারণার অভিযোগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।&nbsp;</p>
<p><strong>কলকাতায় রোহিত, বিরাটরা</strong></p>
<p>সাতে সাত হয়েছে। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ৩০২ রানের বিশাল ব্যবধানে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। আগামী রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে খেলতে নামবে রাহুল দ্রাবিড়ের দল। তার আগে এদিন সন্ধেবেলায় কলকাতায় পা রাখলেন <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মা, বিরাট কোহলিরা।&nbsp;</p>
<p><strong>অনুশীলন বাতিল শাকিবদের</strong></p>
<p>ক্রমাগত বায়ুদূষণ বাড়ছে দিল্লিতে। যার জন্য এবার নিজেদের অনুশীলন বাতিল করে দিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ক্রমেই মুম্বই এবং দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। আইসিসি (ICC) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুরােধ মেনে আতশবাজির রোশনাইও বন্ধ রেখেছে দিল্লিতে। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবে টাইগাররা। যদিও বাংলাদেশ ইতিমধ্যেই টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বাংলাদেশের অনুশীলন বাতিলের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বায়ুদূষণ থেকে দলের ক্রিকেটাররা যাতে রক্ষা পান, তার জন্যই এই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।&nbsp;</p>