টক টু মেয়রে গাছ কাটার অভিযোগ, তৎক্ষণাৎ গড়ফার ওসিকে ফোন ফিরহাদের

নির্মাণ কাজের জন্য নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। শেষে ‘টক টু মেয়েরে’ অভিযোগ জানালেন এক ব্যক্তি। আর গাছ কাটার অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ ওসিকে ফোন করে কার্যত হুমকির সুরে ব্যবস্থা নিতে বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অবিলম্বে গড়ফা থানার ওসিকে গাছ কাটা বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার নির্দেশ দিলেন মেয়র। গাছ কাটা নিয়ে পুলিশের ভূমিকায় শুক্রবার টক টু মেয়রে বেজায় ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: খাস কলকাতায় গাছ কাটা হচ্ছে, অভিযোগ পেয়েই বালিগঞ্জে ছুটলেন রাজ্যপাল

জানা গিয়েছে, গড়ফা থানার অন্তর্গত হালতুর সুচেতানগর কলোনি এলাকায় নির্মাণ কাজের জন্য প্রোমোটারের নির্দেশে গাছ কাটা হচ্ছে। গাছ কাটতে দেখে বাধা দিয়েছিলেন এলাকার বাসিন্দা সমীর চক্রবর্তী। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু পুলিশও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ওই ব্যক্তিকে পুলিশের তরফে জানানো হয় বনদফতরের নির্দেশ ছাড়া এসব ক্ষেত্রে কিছু করা সম্ভব নয়। তাই তিনি বাধ্য হয়ে টক টু মেয়রে অভিযোগ জানান। জানা যায়, ওই ব্যক্তির পারিবারিক জমি ভাগাভাগি করার পর ২০৭ বর্গফুট জমি খাস হয়ে যায়। সেখানেই বেশ কয়েকটি বড় গাছ আছে। ওই জমিতে জমিতে থাকা বড় গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ করেন। এরপর মেয়র তাঁর অফিসারদের ওসিকে ফোন করার জন্য বলেন। তখন ফোনে মেয়র গড়ফা থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। তিনি জানান, বনদফতরের নির্দেশের জন্য অপেক্ষা করা যাবে না। গাছ কাটা দেখলে সে ক্ষেত্রে পুলিশকে পদক্ষেপ করতে হবে। যে গাছ কাটে তার কাছে বনদফতরের অনুমতি থাকে। তাকেই সে অনুমতি পুলিশকে দেখাতে হয়। কিন্তু, এভাবে অপেক্ষা করা যাবে না। এরকমভাবে অপেক্ষা করতে করতে সব গাছ কেটে সাফ হয়ে যাবে।

প্রসঙ্গত, কলকাতার বিভিন্ন এলাকায় গাছ কাটার অভিযোগ ওঠে কলকাতায় যেভাবে দূষণ বাড়ছে তাতে গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। শহরের সবুজ রক্ষায় এর আগেও কলকাতা পুরসভার মেয়র নাগরিকদের কাছে আবেদন করেছেন। কলকাতায় যেভাবে দূষণ বাড়ছে তাতে পুরনো গাছ বাঁচানোর সঙ্গে সঙ্গে নতুন গাছ লাগানোর জন্যও বহুবার আবেদন জানিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। মেয়রের কাছ থেকে এদিন নির্দেশ পাওয়ার পরেই গড়ফা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে দেখেন গাছের একটিমাত্র ডাল কাটা হয়েছে।