ODI World Cup 2023 Live Updates New Zealand playing against Pakistan match highlights commentary score M Chinnaswamy Stadium

‘বিজনেস এন্ডে’ পৌঁছে গিয়েছে এবারের বিশ্বকাপ (ICC Men’s World Cup 2023)। সেমিফাইনালে পৌঁছনোর দৌড় জমে উঠেছে। মেগা টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর দৌড়ে থাকা দুই দল নিউজ়িল্যান্ড ও পাকিস্তান (NZ vs PAK) একে অপরের মুখোমুখি হচ্ছে আজ। চিন্নাস্বামী স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ দুই দলের কাছেই এটি মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। 

বিশ্বকাপের শুরুর দিকে নাগাড়ে চার ম্যাচ জিতে গত বারের ফাইনালিস্ট কিউয়িরা বেশ ভাল জায়গায় ছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। টানা তিন ম্যাচ হারতে হয়েছে নিউজ়িল্যান্ডকে। তার উপর দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট আঘাত কিউয়িদের সমস্যা বাড়িয়েছে। তিন ম্যাচ হারায় আপাতত লিগ তালিকায় চার নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড। তবে একসময় যেখানে তারা সেমিফাইনালের দিকে তড়তড়িয়ে এগোচ্ছিল, সেখানে নাগাড়ে ম্যাচ হেরে কিন্তু বাকিদের সেমিতে পৌঁছনোর আশা বাড়িয়ে তুলেছেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। 

নিউজ়িল্যান্ড হারায় বিশেষ করে পাকিস্তানের সুবিধা হয়েছে। টানা চার ম্যাচ হারের পর পাক দলের সেমিতে পৌঁছনোর স্বপ্ন ঘোলাটে হয়ে আসছিল। কিন্তু কিউয়িদের হার এবং তাদের জয়ের জেরে ফের একবার সেমির আশা বেড়েছে পাকিস্তানের। অধিনায়ক বাবর আজম (Babar Azam) গোটা টুর্নামেন্ট জুড়েই নিজের সেরা ফর্মের ঝলক দেখাতে ব্যর্থ হয়েছেন। শাহিন শাহ আফ্রিদিকেও তেমন বিধ্বংসী বোলিং করতে দেখা যায়নি। তবে তাঁর ঝুলিতে ১৬টি উইকেট রয়েছে। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ভাল পারফরম্যান্স এবং মহম্মদ ওয়াসিম জুনিয়রের রিভার্স স্যুইং পাকিস্তানের ফিকে দেখানো বোলিং বিভাগকে খানিকটা আত্মবিশ্বাস জোগাবে।  

ফখর জামানও বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ব্যাট করেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে। পাকিস্তানের জয় এবং কিউয়িদের হার কিন্তু সেমির দৌড় জমিয়ে দিতে পারে। এই ম্যাচে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটতে পারে। তিনি ম্যাচের আগেরদিন অনুশীলন সেরেছেন। তবে তাঁকে খেলানো হবে কি না, সেটা আজই টসের সময় নির্ধারণ করা হবে। সবমিলিয়ে বেঙ্গালুরুএক জমজমাট লড়াইয়ের জন্য প্রস্তুত।