Reasons of over-spend: অকারণে বেশি খরচ করে ফেলছেন? কী কারণে এমন প্রবণতা হয় জানেন

অকারণে টাকা খরচ করার প্রবণতা অনেকেরই আছে। না চাইলেও খরচ হয়ে যায় বহু মানুষের। তবে এই অভ্যাস একটি দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে। টাকা খরচের প্রবণতাকে আমল দেন না অনেকেই। তবে এই সমস্যা একেবারেই অবহেলা করা উচিত নয়। এটি একটি মানসিক সমস্যারও কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক টাকা খরচের প্রবণতা প্রসঙ্গে মনোবিদ কী বলছেন,

সাইকোথেরাপিস্ট এমিলি এইচ স্যান্ডার্স লিখেছেন, ‘ বিভিন্ন কারণে টাকা খরচের প্রবণতা জাগতে পারে।’ বেশ কয়েকটি কারণে টাকা খরচ হতে পারে বলেও উল্লেখ করেছেন চিকিৎসক

আরও পড়ুন: রোজ পেঁয়াজ খাওয়া খারাপ? নিয়মিত পাতে রাখলে কী হয় জানলে অবাক হবেন

উৎসবের কারণে খরচ-

বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে লোকেরা তাদের বাজেটের চেয়ে বেশি ব্যয় করে। তাই উৎসবের দিনে ব্যায় করার প্রবণতা বাড়ে। তাই উৎসবের দিনে মনের আনন্দে মানুষ আগুপিছু না ভেবেই টাকা খরচ করতে পারে।

আরও পড়ুন: মধু খেলেই পালাবে এই সব রোগ! মাত্র এক চামচেই দূর হবে হাজারও অসুখ

কেনাকাটার অভ্যাস- কিছু লোক জিনিস কেনার মধ্যে আনন্দ খুঁজে পান। নিজের জন্য কেনাকাটা করে এরা আনন্দবোধ করেন। এই ক্ষেত্রে, কেবল ভাল থাকার জন্য বা আনন্দ পাওয়ার জনয কিছু মানুষ অহেতুক খরচ করেন।

আরও পড়ুন: নিয়মিত রাত জাগছেন ? অজান্তেই নিজের সর্বনাশ ডেকে আনছেন, মারাত্মক বিপদ হতে পারে

জীবনযাত্রা বজায় রাখা- আশেপাশের লোকদের মতো একটি নির্দিষ্ট জীবনযাত্রার মান বজায় রাখার জন্য, লোকেরা তাদের সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করতে পারে।

আরও পড়ুন: সাবধান! খুঁটিনাটিতে ঝগড়া লেগে যাচ্ছে? এই সামান্য ভুলেই বিচ্ছেদ হতে পারে

ওনিওম্যানিয়া- একে শপিং আসক্তি বলা হয় । এই সমস্যায় মানুষ অকারণেই অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে । এবং অকারণ অর্থ ব্যায় করেন।