ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করলো চাদ

গাজা উপত্যকায় মানবিক সংকট সৃষ্টির কারণে ইসরায়েলে থেকে নিজেদের কূটনীতিক প্রত্যাহার করেছে আফ্রিকার দেশ চাদ। শনিবার (০৪ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

চাদের মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া গাজায় দীর্ঘস্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমরা এর নিন্দা জানাই।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সামরিক হামলা অব্যাহত রাখার জেরে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দুই দেশ কলম্বিয়া ও চিলি। মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে অঞ্চলটির আরেক দেশ বলিভিয়া।

এদিকে জর্ডানও ইসরায়েল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলকেও জর্ডান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে ঘিরে মানবিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক।