Ayodhya Mosque: জমি আছে অথচ অযোধ্য়ায় মসজিদ তৈরির ফান্ড নেই, বিশাল টাকার প্রয়োজন

অযোধ্য়ায় রামন্দির তো তৈরি হচ্ছে। কাজ প্রায় শেষের মুখে। উদ্বোধন হবে জানুয়ারি মাসে। কিন্তু মসজিদ তৈরির ব্যাপারেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ধনীপুর গ্রামে শোয়ায়াল তেহশিল এলাকায় মসজিদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাজটা একেবারেই সহজ হবে না বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার ৫ একর জমিও দিয়েছে। সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ডকে এই জমি দেওয়া হয়েছে। কিন্তু ইন্দো ইসলামিক ফাউন্ডেশন এনিয়ে কোনও সিদ্ধান্তে আসেনি।

ফাউন্ডেশনের মুখপাত্র আতেহার হোসেন সিদ্দিকি হিন্দুস্তান সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, এই মসজিদ তৈরির জন্য় প্রাথমিকভাবে ১২ কোটি লাগবে। কিন্তু ফান্ডই তো নেই। ডেভেলপমেন্ট ফি দেওয়ার পরেও সংস্থা এখনও মসজিদ তৈরির টাকা জোগাড় করতে পারেনি।

মনে করা হচ্ছে বিদেশ থেকে বিশেষত মুসলিম প্রভাবিত দেশগুলি থেকে অনুদান আনার সমস্যা রয়েছে। সেকারণে এটা করার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। তাছাড়া এফসিআরএর ছাড় মেলেনি। তার জেরে সমস্যা তৈরি হয়েছে। সেকারনে তিন বছরে ব্যালান্স সিট দেখাতে হবে ফাউন্ডেশনকে। বর্তমানে মাত্র দু বছরের ব্যালেন্স সিট তৈরি করা হয়েছে।

উত্তরপ্রদেশের সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ডের জুফার ফারুকি হিন্দুস্তানকে জানিয়েছেন, নভেম্বরের শেষে মসজিদের নতুন করে নকশা তৈরি করা হবে। পুনের এক স্থপতি এটা করছেন।

দেশের মধ্যে যারা এই মসজিদ তৈরিতে দান করবেন তারা ৮০জি ধারায় ছাড় পাবেন।

গত ১৩ অক্টোবর এনিয়ে মিটিংও হয়েছিল। সেই সময় মসজিদের নাম বদল ও ম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছিল। হজরত মহম্মদ বিন আবদুল্লাহর নামে এই মসজিদ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে মসজিদ তৈরির ক্ষেত্রে বিদেশি অনুদান পাওয়ার এখনই সুযোগ নেই। সেক্ষেত্রে ফান্ডের একটা সমস্যা থেকেই গিয়েছে।