IND vs SA: রবিবারের ইডেনে বৃষ্টির সম্ভাবনা কতটা? আশঙ্কা বাড়াল পূর্বাভাস

সাতাশ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরেছে বিশ্বকাপ ক্রিকেট। আর রবিবার সেখানে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তান – নিউ জিল্যান্ড ম্যাচ পণ্ড হওয়ার পরে রবিবার সন্ধ্যায় ইডেনের আবহাওয়া নিয়েও অনেকের মনে আশঙ্কা তৈরি হয়েছে। আর আবহাওয়াবিদরা যা বলছেন, একেবারে নিশ্চিন্ত থাকা যায় না।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার পূর্বাভাস অনুসারে ম্যাচ চলাকালীন আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবার সন্ধ্যায় ইডেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের। বৃষ্টি না হলেও দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টর কিছুটা প্রভাব ফেলতে পারে। ফলে প্রথমে ব্যাট করলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।

বাতাসের অভিমুখ অনুসারে ক্লাবহাউজ প্রান্ত থেকে আউটস্যুইং ও লেগ স্পিন ভালো কাজ করবে। ইনস্যুইং ও অফ স্পিন কাজ করবে হাইকোর্ট প্রান্ত থেকে। ক্লাব হাউজ প্রান্ত থেকে ব্যাক ফুটে ও হাইকোর্ট প্রান্ত থেকে ফ্রন্ট ফুটে ব্যাটে বলে সংযোগ সহজ হবে। তবে বৃষ্টি হলেও রবিবারের ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই।