ODI World Cup 2023 IND Vs SA Toss Update: India Team Unchanged, Rohit Sharma Decided To Bat First After Winning The Toss

সন্দীপ সরকার, কলকাতা: সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। টানা সাত ম্যাচ জিতে ইডেনে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। বলা হচ্ছে, ভারতের বিশ্বকাপ অভিযানে সবচেয়ে বড় কাঁটা প্রোটিয়ারাই।

আর ইডেনের মহারণে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বললেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে ভালই মনে হল। তবে পিচ দেখে এই সিদ্ধান্ত নয়। নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই। সেই জন্য শুরুতে ব্যাটিং করছি।’ যোগ করেছেন, ‘আশা করছি একটা ভাল ম্যাচ হবে। দুটি দলই ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছি। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাই লক্ষ্য।’

ইডেন বরাবরই তাঁর কাছে পয়মন্ত মাঠ। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, এই মাঠে একের পর এক কোহিনূর জিতেছেন হিটম্যান। বলছিলেন, ‘আমি এই মাঠে খেলতে ভালবাসি। আর শুধু আমি নই। গোটা দল এই ঐতিহাসিক মাঠে খেলতে মুখিয়ে থাকে।’

এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ভারত। আগের ম্য়াচের দলই খেলা হচ্ছে বলে জানিয়েছেন রোহিত। বলেছেন, ‘যেভাবে খেলছি, তাতে মনে হয় না দলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে।’                               

 

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।                     

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান দার দাসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুনগি এনগিডি ও তাবারেজ শামসি।

আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু’পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial