দূষণ ছড়ানোর অভিযোগ উঠল সুকান্ত মজুমদারের ক্লাবের বিরুদ্ধে, নোটিশ দিল পুরসভা

এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাবের বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ উঠল। আর তাতেই বেকায়দায় পড়ে গেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। যিনি সবসময় নিজের ভাবমূর্তি পরিষ্কার রাখতে চান তাঁর ক্লাবের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই ক্লাবের সভাপতি বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বালুরঘাটের নিউটাউন ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ ভাঙতে গিয়ে দূষণ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ।

এদিকে এই অভিযোগকে সামনে রেখে ওই ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে নোটিশ দিয়েছে বালুরঘাট পুরসভা। তাতে আরও চাপ বেড়েছে। এই দূষণ ছড়িয়ে পড়তে থাকলে মানুষজন অসুস্থ হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিনের পর দিন প্রচুর থার্মোকলের টুকরো অন্তত ৫০০ মিটার দূরে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ক্লাবের পিছনেই রয়েছে বাজার। সেখানের আনাজ, মাছ, মাংসে গিয়ে পড়ছে থার্মোকলের টুকরো। আর এই গোটা বিষয়টি জেনেও সবটা এড়িয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার।

অন্যদিকে বালুরঘাট পুরসভা এলাকায় ধুমধাম করে নিউটাউন ক্লাবের দুর্গাপুজো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি। সেখানে বিশাল মণ্ডপ করা হয়। চারদিন ধরে সেখানে বড় আকারে উৎসব হয়। যা প্রত্যক্ষ করেছেন বালুরঘাটবাসী। কিন্তু এখন তাঁদের দূষণের মুখে পড়তে হচ্ছে। কারণ একসপ্তাহের বেশি সময় ধরে মণ্ডপ ভাঙার কাজ চলছে। আর সেই কাজটি সতর্কতার সঙ্গে না করার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে অসংখ্য থার্মোকলের টুকরো। বাদ যায়নি জাতীয় সড়কও। এমনকী শহরের অন্যত্রও ছড়িয়েছে থার্মোকলের টুকরো।

আরও পড়ুন:‌ রবিবার কলকাতার রাজপথে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, যাতায়াত করতে জানুন ঘুরপথ

ঠিক কে, কী বলছেন?‌ এই ঘটনা নিয়ে মুখ খুলেছে বালুরঘাট পুরসভা। পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধান মহেশ পারেখ বলেন, ‘দ্রুত ক্লাব কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ আর ক্লাবের এক কর্মকর্তা অরজিৎ মহন্ত বলেন, ‘সব পরিষ্কার করে ফেলা হবে।’ তবে জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর সাফাই, ‘অন্য অনেক জায়গায় দূষণ হচ্ছে। সেটা পুরসভার চোখে পড়ছে না। সুকান্ত মজুমদারকে ছোট করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’‌ যদিও পরিবেশকর্মী তুহিনশুভ্র মণ্ডলের কথায়, ‘সবাই মিলে দূষণ কমাতে উদ‍্যোগী হওয়া প্রয়োজন। তাতে পরিবেশ এবং আমরাও ভাল থাকব।’