Germany: গাড়ি নিয়ে বিমানবন্দরে ঢুকে গুলি চালনা অস্ত্রধারীর! জার্মানির হামবুর্গ এয়ারপোর্টে স্তব্ধ বিমান চলাচল

গাড়ি নিয়ে বিমানবন্দরের গেট ভেঙে ঢুকে পড়তেই, শূন্যে দু’বার গুলি। এভাবেই জার্মানির হামবুর্গ বিমানবন্দরে এক অস্ত্রধারী গুলি চালাতে শুরু করে। কার্যত জার্মানিতে সাম্প্রতিককালে এটি অন্যতম বড় নিরাপত্তায় গলতির ঘটনা। শূন্যে গুলি চলতেই কার্যত আতঙ্ক, চিৎকারে ফেটে পড়েন উপস্থিত অনেকে। শনিবার রাতে জার্মানির এই ঘটনার জেরে হামবুর্গ বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করা হয়। এরফলে বহু বিমান বাতিল হয়েছে।

জার্মানির পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী এই ঘটনার আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মহিলাই পুলিশকে জানিয়েছিলেন যে, তাঁর স্বামী সম্ভবত কোনও শিশুকে অপহরণ করতে চলেছে। এদিকে, তারপরও কীভাবে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে যায়, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই চাঞ্চল্যকর ঘটনার পর বহু বিমানযাত্রী বিপাকে পড়েন। যাত্রীদের জন্য বন্ধ করা হয় বিমানবন্দর। স্তব্ধ হয়ে যায় বিমানবন্দরে বিমান চলাচল। বহু জার্মান মিডিয়ার খবর বলছে, যে ব্যক্তি ওভাবে প্রবেশ করেন বিমানবন্দরে, তাঁর গাড়িতে দুটি শিশু ছিল। সেই শিশুরা অপহৃত কি না, তা জানা যায়নি। ঘটনার খবর পেতেই বিমানবন্দর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন একটা জার্মানির বহু পুলিশ কর্তারাই। জানা গিয়েছে, বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ওই ঘটনা ঘটে। তবে জার্মানির পুলিশের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ওই বিমানবন্দরে এখনও কোনও বিমান অবতরণ বা উত্তর করছে না। 

ওই অস্ত্রধারী ব্যক্তি, নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এয়ারক্রাফ্ট রক্ষণাবেক্ষণের জায়গায় ঢুকে পড়েন বলে জানা গিয়েছে। এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘হামবুর্গ বিমানবন্দরে পুলিশি পদক্ষেপের জেরে ৪ নভেম্বর সব বিমানের উত্তরণ ও অবতরণ বন্ধ করা হয়েছে। সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীরা যেন তাঁদের সংশ্লিষ্ট বিমান সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ’  এক্স হ্যান্ডেলে হামবুর্গ পুলিশ জানিয়েছে, বর্তমানে হামবুর্গে একটি বড়সড় পুলিশি অপারেশন চলছে। পুলি জানিয়েছে, দু’বার গুলি চালিয়ে গাড়ি থেকে দুটি বোতল ছুড়েছে ওই ব্যক্তি। এদিকে, পুলিশি পদক্ষেপের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন বেগ পেতে হচ্ছে প্রশাসনকে, তখন ওই বিমানবন্দরে ২৭ টি বিমানের চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। জার্মানিতে সিএসটি ৯ পুলিস ফোর্স বিমানবন্দরে হাজির হয়েছে। তারা মূলত, কোনও পণবন্দিকে রেহাই দিতে দক্ষ। সব মিলিয়ে ওই বিমান বন্দরে আপাতত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।