সরকারের বাড়াবাড়ি মানুষকে ক্ষুব্ধ করছে: ১২ দলীয় জোট

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট।

সোমবার (৬ নভেম্বর) বিজয়নগর পানির ট্যাংকের পাশে অবস্থিত টেপা কমপ্লেক্সের সামনে মিছিল করেন জোটের নেতারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা অবরোধ সফল করে একদফা আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, বিএনপিকে দমন ও সরকারের বাড়াবাড়ি দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। নেতাবিহীন আন্দোলন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিচ্ছে। জনগণ ২৯ তারিখের হরতাল স্বপ্রণোদিত হয়ে পালন করেছে। এরপর তিন দিনের অবরোধ এবং সবশেষে দুই দিনের অবরোধ দেশকে অচল করে দিয়েছে।

একের পর এক কর্মসূচি আসতে থাকবে জানিয়ে ১২ দলীয় জোটের নেতার বলেন, জনগণ নিজ দায়িত্বে কর্মসূচি পালন করে সরকারের ওপর অনাস্থা প্রকাশ করতে থাকবে। সময় ইতিহাসের নতুন কোনও ঘটনার জন্ম দিয়ে সরকারের বিদায় ঘণ্টা বাজাবে।

তারা বলেন, ‘সারা দেশে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গণতন্ত্রের ঘাতক বর্তমান সরকার বিরোধী দলের ওপর বেপরোয়া দমন-পীড়ন চালিয়ে নিজেদের পতন ডেকে আনছে। নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার সংকট তৈরি করছে। বিরোধী দলের ওপর নিষ্ঠুর আচরণ বুমেরাং হয়ে তাদের জীবনেই ফিরে আসবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন ১২ দলীয় জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা।