Italy Calabria offer: ইতালির এই গ্রামে থাকলেই সরকার দেবে লাখ লাখ টাকা! মানতে হবে শুধু ৩ শর্ত

অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণদের জন্য নজরকাড়া সুযোগ নিয়ে এল ক্যালাব্রিয়া৷ ইতালির দক্ষিণদিকের এই গ্ৰাম তার প্রকৃতিক সৌন্দর্যের জন্য বরাবর প্রসিদ্ধ। এখানে ঢুকেই যদি আপনি একটি বুটিকের ব্যাবসা শুরু করার প্রস্তাব পান, কেমন লাগবে? এই স্বপ্ন বাস্তব করে তোলার সময় এসে গিয়েছে। কারণ ইতালির এই সুন্দর গ্রাম তিন বছরের মধ্যে ২৬ হাজার ইউরো মুনাফা দিতে পারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৬ লাখ ৫৯ হাজার টাকা‌। সঙ্গে রয়েছে সেখানে থাকার ঢালাও সুবিধা। 

তবে এই বড় প্রস্তাবের মধ্যে ছোট্ট করে লেখা রয়েছে কিছু শর্তাবলী। প্রথম শর্ত হল, ওই গ্রামে থাকতে ইচ্ছুক যেকোনও ব্যক্তিকে ৪০ বছরের কমবয়সি হতে হবে। তাঁদের আবেদন অনুমোদিত হলে ৯০ দিনের মধ্যে ক্যালাব্রিয়ায় শিফ্ট করতে হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ব্যবসা করার মানসিকতা। দ্রুত একটা নতুন ব্যবসা শুরু করার মানসিকতা থাকতে হবে। আর এই জন্যই দেওয়া হচ্ছে ওই বিশাল অঙ্কের অর্থ। 

(আরও পড়ুন: হাজার একটা কাজ ঘুরপাক খাচ্ছে মাথায়? ৪ উপায় জানলেই কমবে কাজের মানসিক চাপ)

ক্যালাব্রিয়া প্রায়শই ইতালির ‘পায়ের আঙুল’ হিসেবে পরিচিত। এর মূল কারণ তার উপকূলের অত্যাশ্চর্য সৌন্দর্য। পাশাপাশি রয়েছে নজরকাড়া পাহাড়ি উপত্যকা। বছরের পর বছর ধরে, এই গ্রামের জনসংখ্যা উল্লেখযোগ্য কমছে। এই প্রবণতা স্থানীয় বাসিন্দাদের চিন্তায় ফেলে দিয়েছে। জনসংখ্যা হ্রাসের সমস্যাকে মোকাবিলা করতেই যুগান্তকারী প্রকল্পের পরিকল্পনা করেছে গ্রামটি।‌ পাশাপাশি উদ্দেশ্য, স্থানীয় সম্প্রদায়গুলির অস্তিত্ব টিকিয়ে রাখা। 

ক্যালাব্রিয়ার আসল পরিকল্পনাটি কী? কাজ করতে আগ্রহী এমন তরুণদের আর্থিক সাহায্য করাই তাদের উদ্দেশ্য। এর বিনিময়ে, তাঁরা একটি মাসিক আয় পাবে যা তিন বছরের মেয়াদে ২৬ হাজার ইউরো । ভারতীয় মুদ্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। কাজ না করতে চাইলে একটি ব্যবসাও শুরু করতে পারেন তাঁরা। মোদ্দা কথা, ক্যালাব্রিয়ার অর্থনীতিতে অবদান রাখতে হবে তরুণদের। এর জন্য রেস্তোরাঁ, দোকান, ও হোটেলগুলিকেও উৎসাহিত করা হয়েছে‌।

(আরও পড়ুন: শহরের বেশিরভাগ শিশুই ভুগছে হাঁপানিতে! নেপথ্যের কারণ জানালেন বিশিষ্ট চিকিৎসকরা)

জিয়ানলুকা গ্যালো এই পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছেন।‌ তিনি এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তাঁর দাবি, এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। এই ছোট-বড় সম্প্রদায়গুলিকে নতুন করে বাঁচিয়ে তোলা। ‘অ্যাক্টিভ রেসিডেন্সি ইনকাম’ নামে পরিচিত এই উদ্যোগটি আগামী সপ্তাহে আবেদন নেওয়া শুরু করছে। এই প্রকল্পের জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার ইউরো বরাদ্দ হয়েছে। যা ভারতীম মুদ্রায় সাড়ে ছয় কোটি টাকা।