South Eastern Rail: হাওড়া ঢোকার মুখে রোজ দাঁড়িয়ে থাকে ট্রেন, অবরোধ করে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা

হাওড়া ঢোকার আগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। একদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস। দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনের যাত্রীদের এই ভোগান্তি নিত্যদিনের। সোমবার টিকিয়াপাড়ায় আছড়ে পড় সেই ক্ষোভ। ট্রেন লেটের প্রতিবাদে টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করলেন আমতা লোকালের যাত্রীরা। যার ফলে দক্ষিণপূর্ব শাখায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

লকডাউনের পর থেকেই দক্ষিণ পূর্ব শাখার লোকাল ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢোকার আগে দীর্ঘক্ষণ টিকিয়াপাড়াসহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। কখনও ৪৫ মিনিট ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকে একেকটি ট্রেন। সোমবার সকাল ১০টা ৪৬ মিনিটে টিকিয়াপাড়ায় এসে পৌঁছয় আমতা লোকাল। তার পর ঠায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এতে ক্ষমশ ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে প্রায় ২০ মিনিট ট্রেনটি সেখানে দাঁড়িয়ে থাকার পর অবরোধ শুরু করেন তাঁরা।

আমতার বাসিন্দা এক যাত্রী বলেন, ‘আমার ১১টা থেকে ডিউটি। ১১.৩০ মিনিট পর্যন্ত কেউ কিছু বলে না। কিন্তু রোজই আমার পৌঁছতে ১২টা বেজে যায়। এভাবে চললে তো আমার চাকরি চলে যাবে।’ জগৎবল্লভপুর থানার এক সিভিক ভলান্টিয়ার বলেন, ‘আমার হাওড়া আদালতে পোস্টিং। কখন পৌঁছবো জানি না।’ ট্রেনের গার্ড বলেন, সামনে সিগন্যাল না থাকায় আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না। আমাদের কিছু করার নেই।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, ‘হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম খালি ছিল না। তাই ট্রেন ঠিক সময়ে প্ল্যাটফর্মে দেওয়া যায়নি। এই সমস্যা মেটাতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে’।

যাত্রীদের প্রশ্ন, দিনের পর দিন লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকলেও কেন কোনও পরিকল্পনা করছে না রেল? তাদের সব মনযোগ কি প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতের দিকে?