Malda: বাড়িতে ঢুকে যুবককে মারধর দুষ্কৃতীদের, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দাদা

রাজ্যে ফের শ্যুটআউট। বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা মালদার কালিয়াচকের। দাদাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন আক্রান্ত যুবকের ভাইও।

আক্রান্ত যুবকের নাম পবন মণ্ডল। তাঁর বাম পায়ে গুলি লেগেছে। ভাই চিরঞ্জিত জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়িতেই বসেছিল তারা। তখন ৫ – ৬ জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢোকে। তাঁকে মারধর শুরু করে দুষ্কৃতীরা। বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় তাঁকে। ভাইকে আক্রান্ত হতে দেখে এগিয়ে আসে দাদা পবন মণ্ডল। তখন পবনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন পবন।

কেন হামলা?

সূত্রের খবর, রবিবার এলাকার এক নাবালিকা পালিয়ে গিয়ে বিয়ে করে। সেই নাবালিকাকে পালাতে চিরঞ্জিৎ সাহায্য করেছিল বলে নাবালিকার পরিবারের অভিযোগ। তার প্রতিশোধ নিতেই উত্তম মণ্ডল, দিবাকর মণ্ডলসহ নাবালিকার বেশ কয়েকজন আত্মীয় চিরঞ্জিত মন্ডলকে আজ বন্ধুকের বাট দিয়ে মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় গুলি করা হয় তার দাদা পবন মণ্ডল। তাঁর ডান পায়ে গুলি লাগে তার। তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।