Virat Kohli | IND vs SA: ‘কোহলি স্বার্থপর’! প্রাক্তন তারকার বার্তা ঝড় তুলে দিল নেটপাড়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে জয়ের সরণিতেই থেকেছে টিম ইন্ডিয়া। (INDIA vs South Africa, World Cup 2023)! গত রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) শক্তিশালী রামধনু দেশকেও মাটি ধরিয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। আর এই ম্য়াচেই বিরাট কোহলি (Virat Kohli) ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করেছেন। ৪৯ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) স্পর্শ করেছেন। লকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ব্য়াট থেকে এসেছে অপরাজিত ১০১ রানের ইনিংস। রেকর্ড সেঞ্চুরি করতে বিরাট ১২১টি বল খেলেছেন। নেটদুনিয়ায় অনেকেই কোহলির ইনিংসের সমালোচনা করেছেন। তাঁদের মতে কোহলি মন্থর গতিতে খেলেছেন শুধু সেঞ্চুরি করবেন বলেই। ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবিত বলেও কোহলিকে স্বার্থপর বলে দাগিয়েছেন অনেকে। এবার কোহলির সমালোচকদের ধুয়ে দিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।

আরও পড়ুন: World Cup 2023: এবার যেন ছয়ের প্রদর্শনী, সব রেকর্ড ভেঙে গেল, কতগুলি ওভার বাউন্ডারি এল?

প্রসাদ তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) কোহলির বিরাট প্রশংসা করেছেন। প্রাক্তন তারকা কার্যত বুঝিয়ে দিলেন যে, বিরাট যা করেছেন, বেশ করেছেন। প্রসাদ লেখেন, ‘বিরাট কোহলি স্বার্থপর এবং সে ব্য়ক্তিগত মাইলস্টোন নিয়েই আচ্ছন্ন। এই বিষয়ে পক্ষে এবং বিপক্ষে তর্ক শুনছি। হ্য়াঁ, কোহলি স্বার্থপর, যথেষ্ট স্বার্থপর, কোটি কোটি মানুষের স্বপ্নকে সে অনুসরণ করছে। এত কিছু অর্জন করার পরেও, নিজের উৎকর্ষের জন্য় লড়াই করার জন্য যথেষ্ট স্বার্থপর। নতুন নতুন মাপকাঠি তৈরি করার জন্য় যথেষ্ট স্বার্থপর। দলের জয় নিশ্চিত করার জন্য় যথেষ্ট স্বার্থপর। হ্য়াঁ, কোহলি স্বার্থপর।’

দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে জয়ের সরণিতেই থেকেছে টিম ইন্ডিয়া, রবিবাসরীয় ইডেনে শক্তিশালী রামধনু দেশকেও মাটি ধরিয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। আর এই ম্য়াচেই বিরাট ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করেছেন। কোহলির ৩৫ তম জন্মদিনে চাই, তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি! এটাই প্রত্যাশা ছিল আপামর কোহলি অনুরাগীদের। কথা রেখেছেন বিরাট। করে ফেলেছেন দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৪৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করে বিরাট ছুঁয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। বিরাট এখন যুগ্ম ভাবে সচিনের সঙ্গে মগডালে। আর একটি শতরান করলেই বাইশ গজের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিকারী হয়ে যাবেন তিনি। ‘রাজা’ বসবেন সিংহাসনে। 

আরও পড়ুন: Virat Kohli | Ravi Shastri: ‘ও আর গরম টিনের ছাদে বসা বিড়াল নয়’! শাস্ত্রীর চোখে কোহলির বিরাট বদল