Virat Kohli Have The Chance To Break Even More Records Of Sachin Tendulkar, Know Details

কলকাতা: রবিবাসরীয় ইডেন (Eden Gardens) কোহলির ব্যাট থেকে বিশেষ ইনিংসের আশায় বুক বেঁধেছিল। ক্রিকেটের নন্দন কাননে উপস্থিত ৬৭ হাজার দর্শককে হতাশ করেননি বিরাট কোহলি (Virat Kohli)। যে মাঠে এসেছিল তাঁর কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান, সেই মাঠেই কেরিয়ারের রেকর্ড ৪৯তম শতরান হাঁকালেন তিনি। তাও আবার নিজের জন্মদিনে। এই শতরানের সুবাদেই মাস্টারকে ছুঁলেন কিং। বর্তমানে যুগ্মভাবে ওয়ান ডেতে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর মালিক সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট।

সচিনকে পিছনে বিরাট কোহলির সামনে এককভাবে সর্বকালের সর্বাধিক শতরানের রেকর্ড নিজের নামে করার সুযোগ তো আছেই। পাশাপাশি সচিনের আরও একাধিক রেকর্ড ভাঙতে পারেন রিকি পন্টিংয়ের বিচারে সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার। কী সেই রেকর্ডগুলি?

ঘরের মাঠে সর্বাধিক শতরান করার রেকর্ডটি বর্তমানে সচিন তেন্ডুলকরের দখলেই রয়েছে। সচিন ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪২টি শতরান করেছেন। তারপরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি নিজের ঘরের মাঠে পন্টিংয়ের থেকে এক বেশি, ৩৭টি শতরান করেছেন। তাই সর্বাধিক ওয়ান ডে শতরান করার পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক শতরানের রেকর্ডও নিজের নামে করতে পারেন তিনি। 

সচিন কিন্তু সর্বাধিক শতরানের পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক রান করার মালিকও বটে। দুই দশকের অধিক সময়ের ক্রিকেট কেরিয়ারে সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে মোট ১৪১৯২ রান করেছেন। বিরাট কোহলি আপাতত সচিনের থেকে খানিকটা পিছিয়ে। কোহলির দখলে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৭৩৮ রান করার কৃতিত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংসে তিনি এই তালিকায় মাহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে দেন। সচিন ও বিরাটের মাঝে আপাতত রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা এবং জ্যাক ক্যালিস রয়েছেন।

ভারতের মাটিতে ওয়ান ডে রানের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। তিনি ভারতের মাটিতে ৫০ ওভারের ফর্ম্যাটে ৬০.৪৬ গড় এবং ৯৬.৭৪ স্ট্রাইক রেটে মোট ৬০৪৬ রান করেছেন। এই তালিকায় কোহলির থেকে সামান্য এগিয়ে সচিন। তিনি ৬৯৭৬ রান করেছেন ভারতের মাটিতে। কোহলিকে সেই রেকর্ড ভাঙতে আরও ৯৩১ রান করতে হবে।

ইডেনে কোহলির চোখধাঁধানো শতরানই কিন্তু প্রথম নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির ব্যাট কিন্তু বরাবরই কথা বলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ৩০৫৮ আন্তর্জাতিক রান করেছেন। সচিনের সংগ্রহ সেখানে ৩৭৫২ রান। কোহলি আর ৬৭৫ রান করলে সচিনের এই রেকর্ডও নিজের নামে করে ফেলবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের বোলিং আক্রমণই টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী, মত রিকি পন্টিংয়ের