‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে?…’ ইডি তলব নিয়ে প্রশ্ন শুনেই প্রসঙ্গ এড়ালেন বালু

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নিজেকে ফের নির্দোষ বলে দাবি করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হেফজাতে রয়েছেন তিনি।

বুধবার গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলবের প্রসঙ্গে জানান। তিনি প্রথমে সেই প্রশ্ন বুঝে উঠতে পারেননি। মন্ত্রী বলেন, ‘কোন বন্দ্যোপাধ্যায় আমি জানি না।’ তখন তাঁকে স্পষ্ট করে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তখন বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার?’ এর পর আর তিনি ওই বিষয়ে কোনও কথা বলেননি। সরাসরি চলে যান নিজের প্রসঙ্গে।

তিনি বলেন, ‘আপনাকে একটা কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, আপনি এটা জেনে নিন। ১৩ তারিখে প্রোডিউস হবে ব্যাঙ্কশাল কোর্টে। ব্যাঙ্কশাল কোর্টে বুঝতে পারবেন। আমি অলরেডি অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত ক্লিয়ার এখান থেকে। অন্যায় কিচ্ছু নেই আমার। আমার কোনও অন্যায় নেই। আমি খুব ক্লিয়ার। আমি খুব পরিষ্কার, ক্লিয়ার।’

এর আগেও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। গত ৬ নভেম্বর আদালতে ঢোকার মুখে বলতে থাকেন, ‘আমি মুক্ত। ইডি ১১ দিনে বুঝতে পেরেছে। আমি মুক্ত ।’ ঘটনাচক্রে সে আদালতে জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবী।

প্রসঙ্গত, ইতিমধ্যে মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তাঁর দাবি, মন্ত্রীর নির্দেশেই তাঁর স্ত্রী ও মাকে তিনটে সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। সেই সংস্থারগুলির কাজ কী সে বিষয়ে তিনি নিজে কিছুই জানতেন না।