ED Summon to Abhishek Banerjee: লক্ষ্মীবারে সিজিও-তে হাজিরার নির্দেশ অভিষেককে, জন্মদিনেই নোটিশ ধরাল ইডি

ফের একবার তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জন্মদিনের দিনই তলবের নোটিশ পাঠানো হয় অভিষেককে। তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। জানা গিয়েছে, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলাতে ফের তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। এই আবহে তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। এদিকে জানা যাচ্ছে, ইডির তলবে সাড়া দিয়ে আগামিকাল সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক। (আরও পড়ুন: ‘তাড়াহুড়োতে দুর্ঘটনা…’, ফের বিয়ে করতে চলেছেন তৃণমূল নেত্রী সুজাতা)

এর আগে এর আগে কয়লা পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগের তদন্তেও ইডি তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। দিল্লিতে গিয়েও ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। এমনকী সেই মামলায় তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়ে স্ত্রী রুজিরাকেও জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিজিও কমপ্লেক্সেও আসেন রুজিরা। আর সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেকের। এই আবহে আগেও তৃণমূলের সেনাপতিকে তলব করে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি। আর আগামিকালও সেই মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ‘শেষে ভিতরে ঢুকিও না… বাইরে করে দাও’, যৌন মিলন নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের

উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ এর আগে অভিযোগ করেছিলেন, অভিষেকের নাম বলানোর জন্যে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা তাঁর ওপর চাপ সৃষ্টি করছেন। এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেন পুলিশে। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রয়োজনে অভিষেককে জেরা করা যাবে এই মামলায়। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র গ্রেফতারির পর ফের সামনে আসে অভিষেকের নাম। কারণ সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ। এই আবহে মাস খানেক আগেই অভিষেকের গোটা পরিবারকেই তলব করা হয়েছিল ইডির তরফে। মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরার এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে জড়িত বলেই নোটিশ পাঠানো হয়েছিল। সেই সময় লতা ও অমিত হাজিরা না দিলেও, হাজিরা দিয়েছিলেন সাংসদের স্ত্রী। আর পুজো মিটতেই ফের অভিষেককে তলব করা হল সিজিও কমপ্লেক্সে।