Locket Chatterjee: ডায়মন্ড হারবারে নওসাদ দাঁড়ালে লাভ হবে BJPরই, রাখঢাক না করেই বলে দিলেন লকেট

লোকসভা নির্বাচনে ISF নেতা নওসাদ সিদ্দিকি মাঠে নামলে লাভ হবে বিজেপির। প্রকাশ্যে একথা স্বীকার করলেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ায় একটি দলীয় অনুষ্ঠানে যোগদান করে একথা বলেন তিনি। লকেটের আবেদন, মুসলিমদের অনুন্নয়নের আঁধারে ডুবিয়ে ভোটব্যঙ্কের রাজনীতি করছেন মমতা। তাই মুসলিমরা যেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন লকেট বলেন, ‘যাদের নিয়ে ওরা ভোটব্যাঙ্কের রাজনীতি করত তারাও দেখেছে এত বছরে কোনও উন্নয়ন হয়নি। তারাও এবর খেপে উঠেছে। ৩০ শতাংশ ভোটের যে রাজনীতি করতেন উনি লোকসভাতে সেই চালাকি উনি আর করতে পারবেন না। বহু জায়গা রয়েছে যেখানে এই ৩০ শতাংশের ভাগ অনেকে নিতে চলেছে।’

নওসাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে কি বিজেপির লাভ? সরাসরি এই প্রশ্নের মুখে লকেট বলেন, ‘পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টির লাভ তো সেখানে হবেই। আমরা চাই যাদের জন্য উন্নয়ন করেনি তারা যেন এই তৃণমূলকে ভোট না দেয়।’

গত ৪ নভেম্বর নন্দকুমারে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি তো বলছি ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাব। অন্য লোককে দাঁড় করিয়ে হারাব।’

এর পর সোমবার ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি ঘোষণা করেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। এই ঘোষণার পর নওসাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাত করার অভিযোগ তোলে তৃণমূল।

জবাবে নওসাদ বলেন, ‘ত্রিপুরা, মেঘালয়, মণিপুরে বিজেপিকে সাহায্য করতে কে গিয়েছিল? গোয়ায় কারা গিয়ে বিজেপিকে সাহায্য করেছে। গোয়ার মহিলাদের জন্য ৫০০০ টাকা আর বাংলার মা – বোনেদের জন্য ৫০০ – ১০০০ টাকা? ডায়মন্ড হারবার মডেলের নামে ওখানকার মানুষের ওপর যে শোষণ চলছে তা শেষ করব।’