ODI World Cup 2023: It’s Got To Be The Greatest ODI Innings, Pat Cummins Hails Glenn Maxwell’s Innings

মুম্বই: এটাই কি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), যিনি উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডব দেখেছেন, তিনি অন্তত নিশ্চিত। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসই ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা।

২৯২ রান তাড়া করতে নেমে মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৯১/৭। সকলে ধরেই নিয়েছিলেন যে, ফের একটা অঘটনের সাক্ষী থাকতে চলেছে বিশ্বকাপ। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসে শোরগোল ফেলে দিয়েছেন ম্যাড-ম্যাক্স। যা দেখে কিংবদন্তি রিকি পন্টিং বলে দিয়েছেন, ‘আমি এমন ব্যাটিং জীবনে দেখিনি।’

পেশির টান, প্রবল আর্দ্রতা আর ক্রমবর্ধমান চাপকে হার মানিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন ম্যাক্সওয়েল। যা দেখে কামিন্স বলছেন, ‘কী বলব, অবিশ্বাস্য। আমি জানি না কীভাবে এই ইনিংসকে ভাষায় ব্যাখ্যা করব। দারুণ জয়। তবে ম্যাক্সি (দলে ম্যাক্সওয়েলের ডাকনাম) অন্য গ্রহের। ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস। আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে, এটা সেরকম একটা দিন যেদিন আমি মাঠে ছিলাম আর এই কাণ্ড ঘটে গিয়েছে। আমরা ভাগ্যবান যে, মাঠে থাকতে পেরেছি এইদিন।’


পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম। ঠিকভাবে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিরুদ্ধে (AUS vs AFG) ওয়াংখেড়েতে বিশ্বকাপের মঞ্চে (ODI World Cup 2023) ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে একটি খেললেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কার্যত হেরে যাওয়া ম্যাচকে একা হাতেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাও আবার এক পায়ে ভর দিয়েই। ৯১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার হয়ে ২০১ অপরাজিত রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে এটি কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। ফখর জামানের ১৯৩ রানের রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল। এর সুবাদেই অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে ছয়ে ছয় করে ফেলল। কিছু কিছু ইনিংস, ম্যাচ ব্যাখা করতে ভাষার অভাব হয়। ম্যাক্সওয়েলের এই ইনিংস ঠিক তেমনই। অবর্ণনীয়, অবিশ্বসাস্য, অবিস্মরণীয় মতান্তরে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসের সাক্ষী হয়ে থাকলেন ওয়াংখেড়েতে উপস্থিত দর্শকরা।

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial