Bangla Jokes collection: সকালের শুরুতে হাসতেই হবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গিয়েছে নিতু।

কর্মকর্তা: চিঠিটা যদি দ্রুত পৌঁছোতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।

নিতু: সমস্যা নেই, আমার তেমন কোনও তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হল।

কর্মকর্তা: তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!

(আরও পড়ুন: শনিবার মানেই হাফ ছুটির মজা! সঙ্গে থাকুক দিনের সেরা ৫ জোকস, হাসি যেন না থামে)

২। পল্টু আর মন্টুর মধ্যে কথা হচ্ছে। পল্টু বলছে সন্টুকে, বল দেখি, খালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি?

সন্টু: উমমম্… চারটে।

পল্টু: হয়নি। খালি পেটে তুই একটা রুটিই খেতে পারবি। কারণ পরবর্তী রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না। 

পল্টুর বুদ্ধি দেখে খুব মজা পেল সন্টু।

খানিক বাদে মনামিকে পেয়ে জিজ্ঞেস করল সন্টু, বল দেখি, খালি পেটে তুই কটা রুটি খেতে পারবি?

মনামি: উমমম্… তিনটে।

সন্টু: দূর। মজাটা হল না। চারটা বললে মজা হত!

(আরও পড়ুন: রবিবার সকালে পড়ুন দিনের সেরা ৫ জোকস! ছুটির দিন দারুণ মজায় কাটুক)

৩। বাড়ির কর্তা কথা বলছেন নতুন পরিচারককে: ঠিক আছে তুমি আজ থেকে কাজে লেগে যাও। প্রতিদিন ২০ টাকা করে পাবে । চার মাস পর থেকে ৪০ টাকা করে পাবে।

পরিচারক: আমি তাহলে চার মাস পরেই আসবো।

(আরও পড়ুন: গোমড়া কেন? একটু হাসুন প্লিজ! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মন থাকুক ফুরফুরে)

৪। ছোট্ট মলি বসে আঁকিবুঁকি করছিল।

মা বললেন, মলি মা আমার, কী করছ?

মলি: বান্টিকে চিঠি লিখছি মা।

মা: কিন্তু তুমি তো এখনও লিখতে জানো না।

মলি: বান্টিও এখনও পড়তে জানে না মা।

(আরও পড়ুন: হালকা হালকা শীত, তার মধ্যে মুখে থাকুক হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। মন্টু ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে—

মন্টু: স্যার, আমি বাড়ির চাবি গিলে ফেলেছি।

ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?

মন্টু: তা প্রায় মাস দুয়েক হবে।

ডাক্তার: এত দিন আসেননি কেন?

মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজকে সেটাও হারিয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি।