ODI World Cup NZ Vs SL: New Zealand To Play Against Sri Lanka TV Timing, Online Streaming And Match Details

বেঙ্গালুরু: এই ম্যাচের ওপর দাঁড়িয়ে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালের অঙ্ক। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা (NZ vs SL)। সেমিফাইনালের অঙ্কে টিকে থাকতে জিততেই হবে কিউয়িদের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চার নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)।

তবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পাকিস্তান (Pakistan Cricket Team)। শেষ ম্যাচে ইডেনে শনিবার যাদের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচে পাকিস্তান জিতলে শেষ চারের দরজা খুলে যেতে পারে বাবর আজ়মদের। যে কারণে জয় মহার্ঘ নিউজ়িল্যান্ডের। অন্যদিকে, শ্রীলঙ্কা শিবিরও ২ পয়েন্টের জন্য মরিয়া। আপাতত ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের প্রথম সাত দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে। তাই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ওপরের দিকে ওঠার চেষ্টা করবেন কুশল মেন্ডিসরা (Kusal Mendis)।

আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। বেঙ্গালুরুর আকাশের মুখ ভার। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বরুণদেবের রুদ্ররোষে কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আর সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড ৯ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। শনিবার ইডেনে পাকিস্তান জিতলেই ১০ পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।

নিউজ়িল্যান্ডকে যে সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটা সময় কেউ ভাবতেই পারেননি। কারণ, প্রথম চার ম্যাচই জিতেছিলেন কিউয়িরা। কিন্তু তারপর টানা ৪ হার। যার মধ্যে অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়া করে ৩৮৩ তুলেও হারতে হয়েছে। আর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪০১ রান তুলেও ফখর জামানের দাপটে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে।                 

কাদের ম্যাচ

বিশ্বকাপে বুধবার মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা

কোথায় খেলা

ম্যাচটি হবে বেঙ্গালুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে

কখন শুরু

ম্যাচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সম্প্রচার

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial