নিষ্ক্রিয় ১১.৫ কোটি প্যান কার্ড, চালু করতে হাজার টাকা, BJP–কে কটাক্ষ TMC–র

সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করার জন্য গোটা দেশে নিষ্ক্রিয় করা হয়েছে ১১ কোটি ৫০ লক্ষ প্যান কার্ড। এই প্যান কার্ডগুলি সক্রিয় করতে গেলে ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে। এর ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন আমজনতা। লোকসভা নির্বাচনে প্রাক্কালে এই বিষয়টিকে হাতিয়ার করে কেন্দ্রকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘নরেন্দ্র মোদী সরকার কি ডিজিটাল ইন্ডিয়ার নামে দেশের দরিদ্র মানুষদের মেরে ফেলতে চাইছেন!’

আরও পড়ুন: প্যানকার্ডের সঙ্গে আধার জোড়েননি? এই ১০ জায়গায় টাকাপয়সা নিয়ে বড় ঝামেলা হতে পারে

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটি আরটিআইয়ের উত্তরে জানিয়েছে, চলতি বছরের জন্য ৩০ জুন আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা শেষ হয়েছে। এই সময় সময়ের মধ্যে এখনও প্রায় ১২ কোটি প্যান কার্ড লিঙ্ক হয়নি। তার জন্য ১১.৫০ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। আরটিআইয়ের উত্তরে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আরও জানিয়েছে, গোটা দেশে ৭০.২৪ কোটি প্যান কার্ডধারী রয়েছেন। যারমধ্যে ৫৭.২৫ কোটি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে। তবে যেখানে প্যান কার্ড তৈরি করতে খরচ ৯১ টাকা, সেখানে পুনরায় নিষ্ক্রিয় হওয়া প্যান কার্ডগুলি সক্রিয় করার জন্য ১ হাজার টাকা জরিমানা করেছে কেন্দ্র। অর্থাৎ প্যান কার্ডগুলি সক্রিয় করতে গেলে গ্রাহকদের ১০ গুণ বেশি টাকা দিতে হবে।  

এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দল এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে কটাক্ষ করে লিখেছে, ‘এখানে মানুষ নিজেদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা পুষ্টির খরচই বহন করতে পারে না। সেখানে বিজেপি সরকার সরকার তাদের প্যান কার্ড পুনরায় সক্রিয় করতে ১০০০ টাকা নিতে চায়। প্রধানমন্ত্রী আপনি কি দরিদ্র মানুষদের মেরে ফেলার চেষ্টা করছেন।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাদের প্যান কার্ড হয়েছিল তাদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাটা বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। তবে পুনরায় সক্রিয় করার জন্য এত টাকা দাবি করা সরকারের মোটেও উচিত নয় বলে মনে পড়ছে বিশিষ্ট মহল। সেক্ষেত্রে আরও এক বছর সময় বাড়ানো উচিত বলে দাবি উঠেছে। যদিও কেন্দ্রের দাবি, ২০২২ সালের ৩০ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হলে কী সমস্যা হতে পারে তা জানানো হয়েছিল। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছিল।