দিওয়ালিতে স্টেশনগুলিতে উপচে পড়া ভিড়, গুজরাটে পদপিষ্ট হয়ে মৃত ১ শ্রমিক

দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তার আগে দেশের বিভিন্ন স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড়। ট্রেনের সাধারণ কামরা তো বটেই সংরক্ষিত কামরাতেও দেখা গেল পরিযায়ী শ্রমিকদের উপচে পড়া ভিড়। যার ফলে কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও টেনে উঠতে পারলেন না অনেকেই। আবার উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গুজরাটের সুরাট, দিল্লির আনন্দবিহার প্রভৃতি স্টেশনগুলিতে ভিড় দেখা যায়। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন যাত্রীরা।

আরও পড়ুন: কালীপুজোয় শিয়ালদায় চলবে ৯ স্পেশাল লোকাল ট্রেন, কোন কোন লাইনে? দেখুন টাইমটেবিল

এক যাত্রী নিজের এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় রয়েছে ট্রেনে। ওই যাত্রীর কাছে রিজার্ভ টিকিট ছিল। তা সত্ত্বেও তিনি তিনি গুজরাটের ভাদোদরা থেকে ভিড়ের জেরে ট্রেনেই উঠতে পারলেন। ফলে ট্রেন ছাড়তে বাধ্য হন তিনি। তিনি জানিয়েছেন, তৃতীয় এসি কোচে তার অগ্রিম টিকিট কাটা ছিল। তবে ভিড়ের জেরে ট্রেনে উঠতে না পারার কারণে রেল পুলিশের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন। তা সত্ত্বেও পুলিশের কাছে তিনি সাহায্য পাননি বলে অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা তাকে ধাক্কা মেরে ট্রেন থেকে বের করে দেন এবং তারপর দরজা বন্ধ করে দেন। শুধু তাকেই নয় অন্যান্য যাত্রীদের ক্ষেত্রেও তাই হচ্ছিল। তিনি পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে তাদের কিছু করার নেই। এই ঘটনায় ওই যাত্রী টিকিটের টাকা চাওয়ার দাবি করার পাশাপাশি ভারতের রেলকে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই

ভাদোদরার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) নজরে এসেছে। তিনি রেল পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন।

অন্যদিকে, দেশের রাজধানীর রেল স্টেশনগুলিতেও ব্যাপক ভিড় দেখা গিয়েছে। নয়া দিল্লির স্টেশনগুলিতেও কানায় কানায় ভিড় দেখা গিয়েছে। এছাড়াও, সুরাটে বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে। তাতে শনিবার পদপিষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং দু’জন আহত হয়েছেন। এছাড়া, অনেকে অচেতন হয়ে পড়েন। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। প্রসঙ্গত, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে ভিড় সামাল দিতে  দেশে ১,৭০০ টি অতিরিক্ত ট্রেন চালানো হয়েছে। তা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে ভারতীয় রেল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।