Bengal Safari: শিলিগুড়িতে সিংহ সাফারি, দার্জিলিংয়ে সাইবেরিয়ার বাঘ, অতিথিরা আসছে, অপেক্ষায় উত্তরবঙ্গ

অবশেষে জল্পনার অবসান। এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে সিংহ। মোটামুটি সব ঠিক থাকলে আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিসেম্বরেই বেঙ্গল সাফারিতে সিংহ আসতে পারে। বেশ বড় জায়গায় ঘুরবে সিংহ। আর লায়ন সাফারির ব্যবস্থা করারও চেষ্টা করা হচ্ছে।

সেই সঙ্গেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে দুটি সাইবেরিয়ান বাঘ আনার চেষ্টা করা থাকছে। সব দিক ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে পাহাড়ে বেড়াতে গেলে আপনিও দার্জিলিংয়ের চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘের দেখা পেতে পারেন।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি। পাহাড়ে বেড়াতে গেলে এখন পর্যটকদের অনেকেই একবার এই বেঙ্গল সাফারি দেখে যান। সবুজের মাঝে বন্য জীবজন্তুদের অবস্থান। নানা ধরনের সাফারির ব্যবস্থাও রয়েছে। তবে এবার তার সঙ্গে যুক্ত হবে লায়ন সাফারি।

শিলিগুড়ি থেকে প্রায় ৯ কিমি দূরে এই বেঙ্গল সাফারি। ২৯৭ হেক্টর এলাকা জুড়ে এই বিরাট বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারির মধ্যে ২০ হেক্টর জায়গা জুড়ে লায়ন সাফারির ব্যবস্থা করা হচ্ছে।

তবে পশুরাজ সিংহকে রাখার জন্য বেশ অনেকগুলো ধাপ পেরোতে হয়। বেঙ্গল সাফারির ডিরেক্টর কমল সরকার এই সিংহ আনার বিষয়টি আগেই জানিয়েছিলেন হিন্দুস্তান টাইমস বাংলাকে। তবে এবার সূত্রের খবর, ডিসেম্বর মাসেই সিংহ আসতে পারে। সেই মতো প্রস্তুতি চলছে।

সবথেকে বড়কথা হল সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই এনিয়ে সবুজ সংকেত দিয়েছে। ত্রিপুরা চিড়িয়াখানা থেকে এই দুটি সিংহ আনার ব্যাপারে কথা চলছে। আলিপুর চিড়িয়াখানা থেকেও দুটি সিংহ আনার চেষ্টা চলছে।

এই সিংহ আনা হলে বেঙ্গল সাফারির প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে। তবে সিংহদের থাকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় এতদিন স্নো লেপার্ড, রেড পান্ডা তো ছিলই। এবার সেখানে দুটি সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বর্তমানে সেখানে একটি সাইবেরিয়ান বাঘ ও ২৫টি রেড পান্ডা রয়েছে। তবে এবার সাইপ্রাসের পাফোস জুলজিকাল পার্ক থেকে আনা হবে এই দুটি সাইবেরিয়ান বাঘ। মূলত বন্য জীবজন্তু বিনিময়ের অঙ্গ হিসাবে এই সাইবেরিয়ান বাঘ আনা হবে।