Indian Railway: যাওয়ার কথা ৬ ঘণ্টায়, সময় লাগে ১৪ ঘণ্টা, ট্রেনের আগে পৌঁছে যায় বাস, এটাও ভারতীয় রেল!

কর্ণাটকের হরিহর থেকে বল্লারি পর্যন্ত ওই একটাই ট্রেন। ট্রেন নম্বর ০৭৩৯৬ ডেমু। মোট দূরত্ব ২৩৫ কিমি। এই পথ পার করতে সাধারণত ৬ ঘণ্টা সময় লাগার কথা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ৯-১২ ঘণ্টা সময় লাগে। এমনকী ১৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায় এই ট্রেনে। 

একদিকে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন চলছে ভারতে। চোখের নিমেষে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। আর  এমন ট্রেনও আছে এই দেশে যে ট্রেন ২৩৫ কিমি যেতেই পার করে দেয় ১৪ ঘণ্টা।

একেবারে শামুকের গতিতে ট্রেন চলে এখানে। হরিহর থেকে দুপুর ২.১৫ মিনিটে এই ট্রেন ছাড়ে। এরপর সেই ট্রেন রাত ৮টা ১০ মিনিটে  বল্লারি যাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাত কাবার করে পরের দিন গন্তব্যে পৌঁছয় এই ডেমু ট্রেন। 

যাত্রীদের একাংশের দাবি, আসলে এই লাইনটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। তার জেরেই এসব করা হচ্ছে। রাকেশ বিএম নামে এক ছাত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন,  বৃহস্পতিবার আমার এক বয়স্ক আত্মীয়কে বিকাল ৪টের সময় ট্রেনে চাপিয়েছিলাম। ট্রেন ছাড়ার কথা ছিল ২টো ১৫ মিনিটে। আর সেটা বল্লারি পৌঁছয় রাত আড়াইটের সময়। 

৬ ঘণ্টা জার্নি হওয়ার কথা। সেটাই হয়ে গিয়েছে ১৪ ঘণ্টায়। পরের দিন ভোর সাড়ে ৪টের সময় ট্রেন পৌঁছয়, এমন নজিরও রয়েছে। স্থানীয়দের দাবি বাসে যেতে সময় লাগে ৫ ঘণ্টা আর ট্রেনে যেতে ১৪ ঘণ্টা। কার্যত বাধ্য হয়েই লোকজন বাসে চলে যান। 

কিন্তু কেন এমন হয়? সূত্রের খবর, আসলে বিভিন্ন জায়গায় মালগাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। তার জেরে যাত্রীবাহী ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। বাসিন্দাদের দাবি, বাসগুলিতে এত ভিড় হওয়ার মূল কারণ হল ট্রেনের এই দুরবস্থা। এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ট্রেন সাধারণত মানুষের সুবিধার জন্য চালানো হয়।আর এখানে যাত্রীদের যন্ত্রণার জন্য চালানো হয়।