Train Accident kills 2 Passenger: ছিঁড়ল ওভারহেড তার, ব্রেক কষল ট্রেন, কামরার ভিতরে মৃত্যু ২ যাত্রীর

দিল্লিগামী ট্রেনে দুর্ঘটনার জেরে মৃত্যু দুই যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার। রিপোর্ট অনুযায়ী, পুরী থেকে নয়াদিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি ঝাড়খণ্ডের কোডারমা জেলায় আচমকাই ব্রেক কষে থমকে যায়। সেই সময় ট্রেনটির ভিতরে থাকা যাত্রীরা নিজেদের টাল সামলাতে পারেননি। সেই ঘটনার জেরেই দুই যাত্রীর আঘাত লাগে। এবং তারা মারা যান। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ। একটি ওভারহেড তার ছিঁড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডের কোডারমা জেলায় রেললাইনের ওপরে ওভারহেড বৈদ্যতিক তারটি ছিঁড়ে যায়। তার জেরে আচমকাই জোরে ব্রেক কষে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস। এতে ট্রেনটিকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। তবে ট্রেনটিতে যে ‘জার্ক’ অনুভূত হয়, তার জেরেই দুই যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে ধানবাদ রেল শাখার সিনিয়ার ডিভিশনাল কমার্স ম্যানেজার অমরেশ কুমার বলেন, ‘ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষে থামানো হয় ট্রেনটিকে। সেই সময় ধাক্কা লেগে কামরার ভিতরে থাকা ২ যাত্রীর মৃত্যু হয়েছে।’ দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছান ধানবাদ রেল শাখার ডিভিশনাল ম্যানেজার কেকে সিনহা।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটছিল। এই আবহে ইমারজেন্সি ব্রেক কষার জেরে কামরার ভিতরে থাকা যাত্রীরা অধিকাংশই টাল মাসলাতে পারেননি। তবে কী পরিস্থিতিতে ঠিক কোন কারণে দুই যাত্রীর মৃত্যু হয়, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ধানবাদ রেল শাখায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। মধ্যপূর্ব রেলের তরফ থেকে জানা যায়, প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ওভারেড তারটি মেরামত করা সম্ভব হয় এবং ফের ট্রেন চলাচল শুরু হয় এই শাখায়। এদিকে আচমকা ব্রেক কষে থমকে পড়া পুরুষোত্তম এক্সপ্রেসটিকে একটি ডিজেল ইঞ্জিনের সাহায্য সেখান থেকে নিয়ে আসা হয় গোমোহ স্টেশনে। পরে গোমোর থেকে ফের বিদ্যুৎ চালিত ইঞ্জিনের সাহায্যে গন্তব্য দিল্লির উদ্দেশে রওনা করা হয় ট্রেনটিকে।

ওদিকে সম্প্রতি অন্ধ্রপ্রদেশে একটি রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৩ জন যাত্রীর। সেই দুর্ঘটনায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়েছিল ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি। এদিকে গত জুন মাসে বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল। বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। কয়েকটি বগি ডাউন লাইনে ছিটকে পড়েছিল। সেইসময় ওই ডাউন লাইন দিয়ে আসছিল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। এদিকে চলতি অক্টোবরেই বিহারে দুর্ঘটনার কবলে পড়েছিল নর্থইস্ট এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের।