Goa Airport: গোয়ার রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় বিপত্তি, ফিরে গেল বিমান

রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় ঘটল বিপত্তি। ফলে অবতরণ করতে পারল না বিমান। যার জেরে পুনরায় যাত্রা শুরু করা এয়ারপোর্টেই ফিরে গেল বিমান। ঘটনাটি ঘটেছে গোয়া বিমানবন্দরে। সোমবার বেলা ১২:৫৫ টা নাগাদ বেঙ্গালুরুর কেম্পে গৌরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভিস্তারা ইউ কে ৮৮১ বিমানটি। শেষ পর্যন্ত অবতরণ করতে না পেরে পুনরায় বেঙ্গালুরুতেই ফিরে যায় বিমানটি। বেলা ৩:০৫ নাগাদ বিমানটি বেঙ্গালুরুতে পৌঁছয়।

আরও পড়ুন: বিমানে যাত্রীর ব্যাকপ্যাকে আচমকা বিস্ফোরণ! আতঙ্কের মাঝে জানা গেল আসল ‘কারণ 

জানা গিয়েছে, এদিন আচমকা বিমানবন্দরের রানওয়েতে কুকুর ঢুকে পড়েছিল। সেই সময় বিমানটি অবতরণের কথা ছিল। এদিকে, বিমানবন্দরের কর্মীরা কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে বিমান ট্রাফিক কন্ট্রোলার বিমানটির পাইলটকে কিছুক্ষণ আকাশে অপেক্ষা করার পরে অবতরণের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো কিছুক্ষণ অপেক্ষাও করেছিলেন পাইলট। তবে শেষমেষ বিমানটিকে আকাশপথে ঘুরিয়ে আবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন বিমান চালক। পরে বিমানটি বেঙ্গালুরুতে পৌঁছয় বিকেল ৩:০৫ টা নাগাদ। গোয়া বিমানবন্দরের ডিরেক্টর এসভিটি ধনঞ্জয় রাও মঙ্গলবার বলেছেন, ‘ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। ভিস্তারা এয়ারলাইন্সের বিমানের পাইলটকে ডাবোলিম বিমানবন্দরের রানওয়েতে একটি বিপথগামী কুকুর দেখতে পাওয়ার পর অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু, তারপর বিমানটি বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যান চালক।’ প্রসঙ্গত, গোয়ার ডাবোলিম বিমানবন্দরটি নৌবাহিনীর আইএনএস হানসা ঘাঁটির অংশ। 

এই ঘটনার পরে ভিস্তারা এয়ারলাইন্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে,  ইউ কে ৮৮১ বিমানটি বেঙ্গালুরুতে ফিরে আসার পর যাত্রীদের পরবর্তী বিমানে পুনরায় গোয়ায় পাঠানো হয়। ৬:১৫ টা নাগাদ সেই বিমানটি গোয়ায় পৌঁছয়। তবে যাত্রায় কয়েক গুণ বেশি সময় লেগে যায় এদিন দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিনের ঘটনায় কীভাবে রানওয়েতে কুকুর ঢুকে পড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ধনঞ্জয় রাও জানান, মাঝে মধ্যেই পথ কুকুর রানওয়েতে ঢুকে পড়ার ঘটনা ঘটে। তবে কর্মীরা কুকুরগুলিকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেন। তিনি জানান, দেড় বছর ধরে এখানে রয়েছেন। এই ধরনের ঘটনা প্রথম দেখলেন তিনি।