Laser light: ককপিটে ঢুকে পড়ছে লেজারের আলো, কলকাতায় বিমান অবতরণের আগে বিপত্তি

নেতাজি সুভাষ বিমান বন্দরে অবতরনের আগে বিপত্তি। ককপিটে লেজারের আলো ঢুকে বিভ্রান্ত হচ্ছে পাইলটের দৃষ্টি। বিপদ বুঝে জরুরি ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। 

বিমানবন্দরের আধিকারিকরা যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে। জানা যায় একটি কালীপুজোর প্যান্ডেলে লাগানো লেজার আলো থেকে এই বিপত্তি।

গত ১০ নভেম্বর সকাল আটটা পাঁচ নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে স্পাইস জেটের একটি বিমান কলকাতায় অবতরন করছিল। বিমানটি নামার আগে এয়ার ট্রাফিক কন্টোলের সঙ্গে যোগাযোগ করে। পাইলট জানান ‘অপ্রোচ পাথ’ (যে দিকে বিমানটি নামবে) বরাবর বিক্ষিপ্ত ভাবে লেজার আলো পাইলটের চোখকে বিভ্রান্ত করছে। অবতরনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সময় এই ঘটনায় পাইলট দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

(পড়তে পারেন। ভগ্নদশা স্বরূপনগরে ইছামতির উপর কাঠের সেতুর, জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত)

ট্রাফিক কন্ট্রোল দ্রুত বিষয়টি ধাননগর কমিশনারেট এবং বারাসত পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশ তৎক্ষণাৎ বিমানবন্দরের নিটকবর্তী সমস্ত কালীপুজো প্যান্ডেলগুলির উপর নজরদারি করতে শুরু করে এবং তাদের কাছে আবেদন করে লেজার শো বন্ধ রাখতে বা আলোর তীব্রতা কম করতে।

এই ঘটনার পরেরদিন পাইলটের পক্ষে থেকে এ রকম কোনও অভিযোগ পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছে, লেজার আলো চোখে পড়লে পাইলটরা সাময়িক ভাবে চোখে অন্ধকার দেখতে পারেন। তা স্বাভাবিক  হতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়।