বাণিজ্যিকভিত্তিতে টিআরপি সেবা দিচ্ছে বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বাণিজ্যিকভিত্তিতে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা প্রদান শুরু করেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিএসসিএল’র প্রধান কার্যালয়ে বিএসসিএল ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) মধ্যে বাণিজ্যিক চুক্তি সইয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। বিএসসিএল’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. শাহ্জাহান মাহমুদ ও গ্রিন টিভির চিফ অপারেটিং অফিসার কাজী শামীম মেহেদী উভয় পক্ষের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় বিএসসিএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব মো. রফিকুল হক, মহাব্যবস্থাপক শাহ্‌ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও বিএসসিএল’র টিআরপি সিস্টেমের প্রধান এস এম আনোয়ারুল আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

দেশের টিভি মিডিয়ার বিজ্ঞাপন সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতকরণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-কে বাংলাদেশের টিভি মিডিয়া শিল্পের জন্য একটি আধুনিক টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সিস্টেম বাস্তবায়ন করার জন্য অনুমোদন প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে বিএসসিএল টিআরপি সিস্টেম স্থাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যার ফলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি নিজস্ব টিআরপি সিস্টেম স্থাপন সম্ভব হয়েছে। টিআরপি ডাটা সংগ্রহের জন্য পরিকল্পনামাফিক দেশব্যাপী টিআরপি ডিভাইস বসানো হয়েছে। বর্তমানে ৫০০টি টিআরপি ডিভাইস স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিএসসিএল দেশের টেলিভিশন চ্যানেল ও বিজ্ঞাপনী সংস্থাগুলোকে পরীক্ষামূলকভাবে টিআরপি প্লাটফর্ম ব্যবহারের সুযোগ প্রদান করেছে। দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষার পর প্ল্যাটফর্মটি বর্তমানে চাহিদামাফিক সেবা প্রদানে সক্ষমতা অর্জন করেছে।

প্রসঙ্গত, টিআরপি প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে কোন টিভি চ্যানেল বা কোন টিভি চ্যানেলের কোন অনুষ্ঠান কতটা জনপ্রিয় তা জানা যায়। তাছাড়া কখন কোনও পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করলে টার্গেট গ্রাহকদের তা দেখিয়ে পণ্য বা সেবার বিক্রির সম্ভাবনা বাড়ানো যায় তাও নির্ধারণ করা যায়। -বিজ্ঞপ্তি