Jyotipriya Meets Partha: জেলে দেখা হল ২ জনের, বালুকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন পার্থদা

একজন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর প্রেসিডেন্সি জেলের বাসিন্দা হয়েছেন প্রায় দেড় বছর আগে। রেশন দুর্নীতিতে আরেকজন পাশের সেলেই ঠাঁই পেয়েছেন রবিবার রাতে। সোমবার জেলের ভিতরে প্রত্যাশিতভাবেই দেখা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ২ প্রাক্তন সহকর্মীর। আর জেলে প্রথম সাক্ষাতেই বালুকে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ‘পার্থদা’।

রেশন দুর্নীতিতে গত ২৭ অক্টোবর গ্রেফতারির পর থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে নানা রকম খবর প্রকাশ্যে এসেছে। মন্ত্রী নিজেকে বারবার অসুস্থ বলে দাবি করলেও তেমন কোনও উপসর্গ খুঁজে পাননি চিকিৎসকরা। ইডি হেফজতের মেয়াদ শেষে রবিবার বালুকে ৪ দিনের জন্য জেলে পাঠায় ব্যাঙ্কশাল আদালত। রবিবার সন্ধ্যাতেই তাঁকে প্রেসিডেন্সি নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। জেলে তাঁর ঠিকানা হয় ‘পয়লা বাইশ’ সেলে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই।

সোমবার সকালে সেল থেকে বন্দিরা বেরোলে বালুর সঙ্গে দেখা হয় পার্থর। বালুকে পার্থ বলেন, জেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখা। এমনিতেই বালুর একাধিক শারীরিক উপসর্গ রয়েছে। সেসব ব্যাপারে যত্নশীল হতে জ্যোতিপ্রিয়কে পরামর্শ দেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, স্বাস্থ্য ভেঙে গেলে জেল থেকে মুক্তি পাওয়া আর না পাওয়া একই ব্যাপার। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শ মন দিয়ে শুনেছেন জ্যোতিপ্রিয়। এর পর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কুশল জানতে চান তিনি।

সোমবার থেকেই জেলের ভাত খেতে হচ্ছে বালুকে। কারণ জেল কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দিয়েছে শারীরিক অসুস্থতার জন্য জ্যোতিপ্রিয়র যে ডায়েট চার্ট হাসপাতাল থেকে তৈরি করে দেওয়া হয়েছে সেই অনুসারে খাবার দেওয়ার পরিকাঠামো রয়েছে তাদের। বৃহস্পতিবার আদালতের নিয়মিত কাজ চালু হলে ফের জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হবে।