ODI World Cup 2023: Kane Williamson Admires Virat Kohli As He Surpassed Sachin Tendulkar In ODI Century Numbers

মুম্বই: দুর্ভাগ্য যেন তাঁর পিছু ছাড়ছে না। আইপিএল খেলতে গিয়ে এসিএল টিয়ার। বিশ্বকাপে (ODI World Cup) শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্তি। আর প্রথম ম্যাচে নেমেই বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডারের থ্রোয়ে ভাঙল আঙুল। ফের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তবে ভারতের বিরুদ্ধে (IND vs NZ) সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে কিউয়ি অধিনায়ককে।

তবে সেমিফাইনালে বিরাট কোহলির ওয়ান ডে সেঞ্চুরির হাফসেঞ্চুরি দেখে মুগ্ধ উইলিয়ামসন। একটা সময় বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার কে, সেই আলোচনায় কোহলির সঙ্গেই উচ্চারিত হতো তাঁর নামও। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই উইলিয়ামসনের গলায় কোহলিকে নিয়ে উচ্ছ্বাস। বলেছেন, ‘কেউ পঞ্চাশটি ওয়ান ডে ম্যাচ খেললেই মনে করা হয় দারুণ কেরিয়ার। সেখানে পঞ্চাশটি সেঞ্চুরি। কীভাবে ব্যাখ্যা করব আমি শব্দ হাতড়ে বেড়াচ্ছি।’

২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে ক্রিকেটার হিসাবে হেরেছেন। অধিনায়ক হিসাবে হেরেছেন ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনাল ও ২০২৩ সালের সেমিফাইনাল। তবে ভারতকে কৃতিত্ব দিচ্ছেন উইলিয়ামসন। বলেছেন, ‘ভারত দারুণ ক্রিকেট খেলছে। অসাধারণ দল। আর গোটা টুর্নামেন্টে যা করেছে, সেমিফাইনালেও সেটা করে দেখানোয় বোঝা যায় কীরকম দল ওরা। প্রথমার্ধেই ওরা আমাদের বেজায় চাপে ফেলেছিল। যেভাবে খেলেছে, ওদের কৃতিত্ব দিতেই হয়।’

উইকেট বদল নিয়ে তোলপাড় চললেও, বিতর্ককে আমল দিচ্ছেন না উইলিয়ামসন। বলেছেন, ‘উইকেটটা ব্যবহৃত। তবে ভাল পিচ। ওরা প্রথমার্ধে দারুণভাবে কাজে লাগিয়েছে। তবে নৈশালোকে পিচের চরিত্র বদলেছিল। সেটা প্রত্যাশিতই ছিল। ভাল দলের কাছেই আমরা হেরেছি।’

ম্যাচের প্রথমার্ধ যদি হয় বিরাট কোহলি-শ্রেয়স আইয়ারদের, দ্বিতীয়ার্ধ মহম্মদ শামির। বৃহস্পতিবার সেরা কিউয়ি ব্যাটার ডারিল মিচেলের ঘাতকও ডানহাতি পেসারই। ১১৯ বলে ১৩৪ রান করে ফিরলেন মিচেল। নিউজ়িল্যান্ড ইনিংসও যেন ঢেকে গেল আঁধারে। ৭ উইকেট শামির। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩ উইকেট হয়ে গেল। অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পাকে পেরিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন শামিই।

ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ৩৯৮ রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ড। ৭০ রানে কিউয়িদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল রোহিতের টিম ইন্ডিয়া। ১২ বছর পর ফের দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত।

আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial