কলকাতা এলেন লালুপ্রসাদ–তেজস্বী যাদব, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক!‌

হঠাৎ কলকাতায় পা রাখলেন লালুপ্রসাদ যাদব। তাঁর সঙ্গে হাজির ছোট ছেলে তেজস্বী যাদবও। বৃহস্পতিবার কলকাতা এসেছেন আরজেডি সুপ্রিমো লালু এবং তেজস্বী। লালু প্রসাদ এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কলকাতা সফর ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হলেই প্রত্যেকটি রাজ্যের লোকসভা আসন নিয়ে ১:১ ফর্মুলাতে জোট গড়ে লড়াইয়ে নামার কথা আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। এবার তা নিয়ে লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।

এদিকে ব্যক্তিগত কাজে লালু ও তেজস্বী কলকাতায় এসেছেন বলে শোনা যাচ্ছে। তবে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা বা বৈঠক করবেন কিনা সেটা এখনও নিশ্চিত হয়নি। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন লালু–তেজস্বী। আজ, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সৌজন্য সাক্ষাৎ ও পরে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই বৈঠক হয় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ নিয়েই কথা হবে বলে মনে করা হচ্ছে। আবার ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন বিহারের পিতা–পুত্র। এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন কিনা, সে বিষয়ে তেজস্বী যাদব পরে জানাবেন বলেই জানিয়েছেন।

অন্যদিকে নভেম্বর মাসের মাঝ সময় পেরিয়ে গেলেও ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে এখনও পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। ইন্ডিয়া জোট নিয়ে বাংলার সিপিএম–কংগ্রেস নেতারা উল্টোপথে হাঁটছেন। সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে রেখেছে। তাই সব দিক বিচার করে কোথাও কোনও ‘জট’ থাকলে, তা দ্রুত সমাধান করার পক্ষে আছেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা। এই আবহে মমতা–লালুর বৈঠক হলে বিষয়টি বাড়তি মাত্রা পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য লালুপ্রসাদ–তেজস্বী। সেই জোটেরই অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী। বিহারে গিয়ে লালুপ্রসাদের বাড়িতে বৈঠক করেছিলেন মমতা এবং অভিষেক। নীতীশ কুমার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আগে। তখনও তেজস্বী ছিল। এবার আরজেডি সুপ্রিমো কলকাতায়।

আরও পড়ুন:‌ বোমা মেরে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে খুন, তৃণমূল কংগ্রেস নেতার খুনে বাতাবরণ তপ্ত

এখানে এসে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তাঁরা। সেখানে ভিড় জমান রাষ্ট্রীয় জনতা দলের কর্মীরা। অনেকদিন বাদে কলকাতায় এলেন লালু। শুক্রবারও কলকাতায় থাকবেন লালু–তেজস্বী। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বৈঠক আছে। আবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন রয়েছে। তার মধ্যে মমতা–লালু–তেজস্বীর বৈঠক নিয়ে গুঞ্জন তুঙ্গে। বাংলার দায়িত্বাপ্রাপ্ত আরজেডি নেতা অজয় রাই বলেন, ‘‌লালুপ্রসাদজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সম্পর্ক। তেজস্বী যাদব আগে নবান্নে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। এবারও তাঁদের দেখা হতেই পারে।’‌