ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী

আঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘কাব্যচিত্র’ শীর্ষক রেজা আসাদ আল হুদা অনুপমের একক চিত্রপ্রদর্শনী। শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

চিত্রশিল্পী অনুপম হুদা তার পেইন্টিংয়ে বাক্তব্যধর্মী অনুকরণের পথে যাননি। তিনি শিল্পের সন্ধান করেছেন। ছবিতে হুবহু বাস্তবের অনুকৃতি দেখে সৌন্দর্য ও আনন্দেও অনুভব জাগতে পারে বটে, তবে অনুপম খুঁজেছেন তা থেকে অধিক কিছু, অন্য ধরনের কম্পোজিশন। অনুপম ছবি এঁকেছেন বিমূর্ত ফর্মে যার ভেতর আছে রূপান্তর ও পরিবর্তন, দূরত্ব। অনুপম হুদার আঁকা ছবির টোন, লাইন, কালার, টেকচার, কম্পোজিশন, ফর্ম সব মিলিয়ে ক্যানভাসে তাই গভীর শিল্প হয়ে ওঠে। এমনটাই অভিব্যক্তি জানান অধ্যাপক হাশেম খান।

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী ছবি আঁকা ছাড়াও অনুপম কবিতা লেখেন। কবিতায় তিনি তার ভাব প্রকাশ করেন। সেই ভাব পাঠকের কাছে পৌঁছায় রসের অভিজ্ঞতা নিয়ে। কিন্তু অনুপম তো কবি নয়। তিনি ছবি আঁকেন। তখন কবিতাকে রূপান্তর করেন ছবিতে। অনুপমের আঁকা ছবি হয়ে যায় কাব্য। কাব্যরস জাগরিত হয় চিত্রশিল্পে। অন্যের মনে সঞ্চারিত হয় কাব্যরসের সঙ্গে মিলেমিশে যাওয়া নান্দনিক শিল্পরস। আর তাতেই তার এবারের প্রদর্শনীর নাম হয়েছে ‘কাব্যচিত্র’। এমনটাই জানান অধ্যাপক মোস্তাফিজুল হক।

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী ‘কাব্যচিত্র’ অনুপম হুদার ২য় একক চিত্র প্রদর্শনী। এতে ছোট বড় মিলিয়ে মোট ২৬টি চিত্র কর্ম আছে। সবগুলো ছবি ক্যানভাসের ওপরে অ্যাক্রেলিক রঙে আঁকা। অনুপম ক্যানভাসে রঙের বিভিন্ন গঠন ও বুননের মাধ্যমে একটি আলাদা বিন্যাস তৈরি করেন। সেই বিন্যাসের ওপরে থাকে রং আর ফর্মের এক অদ্ভুত কম্পোজিশন। অনুপমের আঁকা ছবি মূলত বিমূর্ত। এই বিমূর্ত ছবির ভেতরেও খানিক মূর্ত অবয়ব গড়ে তোলেন। এসব এসেছে প্রতীকীরূপে।

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী আঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রোগ্রাম ম্যানেজার মামুন অর রশীদ জানান, ‘কাব্যচিত্র’ প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে সবার জন্য।

উদ্বোধনী আয়োজনের আরও কিছু ছবি:

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী ঢাকার লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ প্রদর্শনী